বাংলাহান্ট ডেস্ক: নবদ্বীপ ধামের গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক স্তরে। সারা পৃথিবী থেকে পর্যটকরা আসেন এখানে। অমৃত ভারত প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানে গড়ে তোলা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনকে। কোটি কোটি টাকা খরচ করে ঢেলে সাজানো হবে এই স্টেশনকে। এই কাজের জন্য ইতিমধ্যে রেলের পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে অর্থ।
গোটা ভারত, এমনকি বিশ্ব থেকেও বহু মানুষ তীর্থ করতে আসেন নবদ্বীপ ধামে। তীর্থযাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই স্টেশনকে। অমৃত ভারত প্রকল্পের আওতায় এই স্টেশনের পরিকাঠামো আরও উন্নত করা হবে। ঢোকা ও বেরানোর জন্য প্রশস্থ পথ, আধুনিক প্ল্যাটফর্ম শেড, যাত্রীদের বসার জায়গা তৈরি করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
আরোও পড়ুন : এবার স্বস্তি মিলবে মধ্যবিত্তের হেঁসেলে! হু হু করে নামবে সর্ষের তেলের দাম, দুর্দান্ত সিদ্ধান্ত কেন্দ্রের
ভারতীয় রেলের পক্ষ থেকে ২১.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নবদ্বীপ ধাম স্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য। নবদ্বীপ ধামের মতোই বাংলার আরও একটি তীর্থক্ষেত্র তারকেশ্বর। অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনকেও নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রেলের তরফ থেকে ২৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে তারকেশ্বর স্টেশনের জন্য। অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনে যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছে ১২ মিটার প্রশস্ত ফুট ওভারব্রিজ।
এছাড়াও স্টেশনে উঁচু, প্রশস্ত এবং দৃষ্টিনন্দন শেড তৈরি করা হবে এই প্রকল্পের মাধ্যমে। ভৌগোলিক দিক থেকেও তারকেশ্বর স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষ্ণুপুর ও বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলের সাথে রেল যোগাযোগের অন্যতম মাধ্যম এই স্টেশন। যাত্রীদের কথা মাথায় রেখে নতুনভাবে আলো দিয়ে সাজানো হচ্ছে স্টেশন। এছাড়াও তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে স্টেশনের বাইরের সাজসজ্জাও নতুনভাবে করা হচ্ছে।