উত্তরবঙ্গ যাওয়ার আগে হয়ে যান সাবধান, বদলে গেল ট্রেনের টাইমটেবিল! রইল নতুন সময়সূচী

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি আদিবাসী কুরমি সম্প্রদায়ের আন্দোলনের জেরে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। অন্যদিকে পূর্ব রেলওয়ের শিয়ালদহ (Sealdah) স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজ চলছে। ফলে ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য দীর্ঘক্ষণ ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণেই বেশ কয়েকটি ট্রেনের পথ (Train Route) পরিবর্তন অথবা সময় (Train Timing) পুনঃনির্ধারণ করা হয়েছে।

জানা গিয়েছে, নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনের রুমা-চান্দেরি স্টেশনের মধ্যে নতুন থার্ড লাইনের ব্যবস্থা করা হচ্ছে। ফলে, রুমায় নন-ইন্টারলকিং কাজের জন্য সময় পুনঃনির্ধারণ করা হয়েছে ১৫৪৮৩নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেসের। অন্যদিকে আদিবাসী কুরমি সমাজের আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ও আদ্রা ডিভিশনে। সেই কারণেই, বন্ধ থাকবে বহু ট্রেন।

   

এছাড়াও, একাধিক ট্রেন বাতিলের খবর প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় রয়েছে, ১৫৬২৯ নং তাম্বারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস এবং ১৫৯৩০ নিউ তিনসুকিয়া জং-তাম্বারাম এক্সপ্রেস। ট্রেন দুটির রওনা দেওয়ার কথা ছিল ১০ই এপ্রিল। প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর ডিভিশনের খড়গপুর জংশন-টাটা সেকশনের খেমাসুলিতে এবং আদ্রা ডিভিশনের আদ্রা-চাণ্ডিল জং. সেকশনের কুস্তাউরেতে আন্দোলন চলছে।

আজ ১২৩৭৭ নং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসটি শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা টার্মিনাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে। এছাড়াও, বেশ কয়েকটি ট্রেনের পূর্বনির্ধারিত  প্রস্থানের সময়েও পরিবর্তন এসেছে। ০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, বালুরঘাট-মালদা টাউন স্পেশ্যাল ট্রেনটির সময়ের রদবদল প্রকাশ্যে এসেছে।

96598 traintimetable

জানা গিয়েছে, ১২৩৪৪ নং হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল ট্রেনটির হলদিবাড়ি থেকে প্রস্থানের সময় ১৮.১৫ ঘণ্টার পরিবর্তে ২১.১৫ ঘণ্টা, ১২৩৭৮ নং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটির নিউ আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১৭.৪০ ঘণ্টার পরিবর্তে ১৯.৪০ ঘণ্টা, ০৫৪২২ নং বালুরঘাট-মালদা টাউন স্পেশ্যাল ট্রেনটির বালুরঘাট থেকে প্রস্থানের সময় ১৮.৩০ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর