লোকাল ট্রেনে রাত ৯টার পর লেডিস কামরায় নতুন নিয়ম! আচমকাই বড়সড় ঘোষণা রেলের

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন লাখ লাখ যাত্রী ট্রেনে করে যাতায়াত করেন। তাই যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়েও নতুন নতুন আপগ্রেডেশনের প্রয়োজন হয়ে পড়ে। ফের রেলপ্রেমীদের জন্য প্রকাশ্যে এল এক দারুণ খবর। মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেলের তরফে নতুন ব্যবস্থা করা হয়েছে।

এমনিতেই ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে মহিলাদের আলাদা করে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। রেলের তরফ থেকে মহিলারা যাতে সুরক্ষিত এবং নিশ্চিন্তভাবে গমন্তব্যে পৌঁছাতে পারেন তার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়। তবে এবার নিরাপত্তা ব্যবস্থাকে আরোও জোরদার করার উদ্দেশ্যে ট্রেনগুলোতে উর্দিধারী জিআরপি মোতায়েন থাকবে।

যদিও এতদিন পর্যন্ত মহিলা কোচে কোন সিকিউরিটি কর্মী থাকত না কিন্তু এখন মুম্বাইতে এই নতুন ব্যবস্থা শুরু হচ্ছে। লোকাল ট্রেনের লেডিস কামরায় রাত ন’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত থাকবে জিআরপি। এই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জিআরপি, হোম গার্ড এবং মহারাষ্ট্র সুরক্ষা বাহিনী থেকে নেওয়া হবে। এক্ষেত্রে আরপিএফ বাহিনীও জিআরপির সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে কাজ করবে।

img 20230714 183810

নতুন এই নিয়ম ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে এবং ঠিক রাত ন’টা বাজলেই লেডিস কামরায় সেই বদল নজরে আসবে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে, জিআরপি -র তরফে ট্রেনে ৬৪০ জন এবং প্ল্যাটফর্মে ৬০০ জনেরও বেশি কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেডিস জিআরপি মোতায়েন করে সুরক্ষা প্রদান করার বিষয়টি ইতিমধ্যেই প্রতিটি যাত্রীর কাছে প্রশংসা কাড়তে শুরু করেছে।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর