বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল (Indian Railways) ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রেলের উপর ভরসা করে যাতায়াত করেন বিভিন্ন প্রান্তে। রেলকে আমাদের দেশের লাইফ লাইনও বলা হয়। নিজেদের গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিদিন নিজেদেরকে আরো উন্নত করার চেষ্টা করছে।
রেলের প্রধান লক্ষ্যমাত্রা আরো দ্রুত যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। সম্প্রতি ভারতীয় রেল এমনই একটি সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রেলের এই নয়া উদ্যোগে শিলিগুড়ির (Siliguri) গ্রামীণ ট্রেনগুলি কলকাতা (Kolkata) সহ অন্যান্য জায়গায় আরো দ্রুত পৌঁছে যাবে। রেলের পক্ষ থেকে বন্দোবস্ত করা হচ্ছে যাতে এই ট্রেনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় আরো কম সময়ে যেতে পারে।
প্রতিনিয়ত ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে একের পর এক কাজ করে চলেছে। মূলত ইলেকট্রিক ট্রেন চালু করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা আনা হচ্ছে। রেল সূত্রের খবর, ইলেকট্রিক ট্রেন আর কিছুদিনের মধ্যেই ব্রডগেজ লাইনের উপর দিয়ে চলাচল করবে। রাধিকাপুর বারসই লাইনে প্রায় দু’বছর আগে বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়। এই কাজগুলি এখন প্রায় শেষের দিকে। খুব দ্রুত এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
২০০৬ সালে ব্রডগেজ লাইনে পরিণত হয় বারসই-রাধিকাপুর রেললাইন। ভারতের হয়ে নেপাল থেকে বাংলাদেশ পণ্যবাহী ট্রেন যাতায়াত এই লাইনে শুরু হয় ২০১৭ সালে। জানা গেছে এই লাইনের কাজ সম্পূর্ণ হলে ডিজেল ইঞ্জিনের বদলে ইলেকট্রিক ইঞ্জিন ট্রেন চলাচল শুরু করবে। এর ফলে একদিকে যেমন সাশ্রয় হবে জ্বালানি, অন্যদিকে বাঁচবে সময়। অপরদিকে ইলেকট্রিক ট্রেন শুরু হলে শিলিগুড়ির গ্রামীণ ট্রেনগুলো দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে।