অসংখ্য ট্রেন বাতিল হাওড়া, শিয়ালদা ও খড়গপুর লাইনে! বিপদে পড়ার আগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনযাত্রা অনেকের কাছেই এখন বিভীষিকার মত। গত শুক্রবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর অনেকেই ট্রেনে সফর করতে ভয় পাচ্ছেন। অনেকেই আবার বাধ্য হয়ে আতঙ্ককে সঙ্গী করে চড়ে বসছেন ট্রেনে। গত শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর দেশে আরো কয়েকটি ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। গতকাল উড়িষ্যায় মালগাড়ি চাপা পড়ে নিহত হয়েছেন রেলেরই চার শ্রমিক।

কিন্তু নিত্য প্রয়োজনে ট্রেন আমাদের এখন রোজকার সঙ্গী। অফিস থেকে স্কুল কলেজ, অথবা ঘুরতে যাওয়ার জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষ ভরসা করেন ট্রেনের উপর। এমন অবস্থায় ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে একটি বড় খবর সামনে আসছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার, অসংখ্য ট্রেন বাতিল হয়েছে হাওড়া, শিয়ালদা ও খড়গপুর লাইনে। এক নজরে দেখে নিন বাতিল হয়ে যাওয়া ট্রেনের তালিকা-

হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস।

সাঁতরাগাছি-মেঙ্গালুরু বিবেক এক্সপ্রেস।

ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস।

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।

খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস।

এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস।

খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস।

খড়্গপুর-ভিল্লুপুরম সুপারফাস্ট এক্সপ্রেস।

খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড মেমু।

জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস।

ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল।

পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস।

শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।

শালিমার-ভঞ্জপুর স্পেশাল।

শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস।

বিশাখাপত্তনম-দিঘা সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস।

পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস।

সম্বলপুর-শালিমার এক্সপ্রেস।

পুরী-শালিমার এক্সপ্রেস।

এমজিআর চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস।

হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস।

পটনা-পুরী স্পেশাল।

বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস।

পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস।

বালাসোর-ভুবনেশ্বর স্পেশাল।

ভুবনেশ্বর-বালাসোর স্পেশাল।

বালাসোর-ভদ্রক মেমু স্পেশাল।

ভদ্রক-বালাসোর মেমু স্পেশাল।

জলেশ্বর-পুরী মেমু স্পেশাল।

পুরী-জলেশ্বর মেমু স্পেশাল।

ভঞ্জপুর-পুরী স্পেশাল।

 

train canceled

অন্যদিকে, ব্যান্ডেল-কাটোয়া রুটে ট্র্যাক মেরামতির কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে ৯ জুন অর্থাৎ শুক্রবার থেকে ২৮ জুন পর্যন্ত। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই দিনগুলিতে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল, ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল বন্ধ থাকবে। তবে এই তারিখগুলোর মধ্যে ১৫ জুন, ১৮ জুন, ২২ জুন এবং ২৫ জুন ব্যান্ডেল-কাটোয়া রুটে সব ট্রেন চলাচল করবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর