অগ্নিগর্ভ বাংলাদেশ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল দুই বাংলার ‘এই’ জনপ্রিয় ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। ছাত্র আন্দোলনে রীতিমত অশান্ত বাংলাদেশ। এবার সেই অশান্তির জেরে মিতালী এক্সপ্রেসের (Mitali Express) যাত্রা স্থগিত রাখল ভারতীয় রেল (Indian Railways)। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে টালমাটাল পরিস্থিতির মধ্যে। দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। দেশ জুড়ে এখন কারফিউ জারি করা হয়েছে।

ভারতীয় রেলের (Indian Railways) তরফে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস বাতিল

যে সকল যাত্রীরা টিকিট কেটেছিলেন, তাদের সেই অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। এই মুহূর্তে প্রতিবেশী দেশ বাংলাদেশে (Bangladesh) কারফিউ চলার পাশাপাশি, আকাশে উড়ছে সেনাবাহিনীর হেলিকপ্টার। হাইকোর্টের রায়ের পরেও এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আন্দোলনকারীদের দাবি, কোন সংরক্ষণ চলবে না। এখনো পর্যন্ত এই আন্দোলনে মৃতের সংখ্যা ১০৫ জন। আহত হাজার হাজার।

আরোও পড়ুন : হায় হায়! এবার কী হবে! নেই টাকা, বন্ধ কন্ট্যাক্ট! বাংলায় এসেই মহাবিপদে ওপারের অসুস্থ রোগীরা

শনিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানিয়েছেন,”বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যাত্রীদের টিকিটের মাশুল ফেরত দেওয়া হচ্ছে।” ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে তিন দিন যাতায়াত করতো এই ট্রেন। এতে উপকৃত হতেন দুই দেশের যাত্রীরাই। তবে বর্তমানে যেহেতু বাংলাদেশের পরিস্থিতির কারণে ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, তাই যাত্রীদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

de3556eda4e5c7bb996f98c9d1679284c650b4d2cd0a2974

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পরেও ২০ মিলিয়ন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মোকাবিলা হয়। টেলিযোগাযোগ পরিষেবাও ব্যাহত। এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। ইতিমধ্যেই সে দেশে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা ফিরে এসেছেন দেশে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর