দিতে হবে টিকিট! কলকাতার এই বুকিং কাউন্টার ‘বন্ধের’ ঘোষণার পরেও নয়া সিদ্ধান্তের পথে রেল

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানায় আগামী ১লা সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে কয়লাঘাটা বুকিং সেন্টার। রেলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর যাত্রীদের মধ্যে শুরু হয় অসন্তোষ। এবার যাত্রী চাপের মুখে পড়ে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটল রেল কর্তৃপক্ষ (Indian Railways)।

ওল্ড কয়লাঘাটা রিজার্ভেশন সেন্টারে বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতে যাত্রীরা শুরু করেন প্রবল প্রতিবাদ। সেই প্রতিবাদের খবর গিয়ে পৌছায় দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ শীর্ষ কর্তাদের কাছে। এমনকি যাত্রী বিক্ষোভের কথা পৌঁছায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও।

বিজ্ঞপ্তি জারির ৪৮ ঘন্টার মধ্যে কাউন্টার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। গত সোমবার দক্ষিণ-পূর্ব রেল বিজ্ঞপ্তি জারি করে জানায়, ওল্ড কয়লাঘাটা রিজার্ভেশন কাউন্টার পাকাপাকিভাবে আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে। তারপরেই রেলযাত্রীদের মাথায় আকাশ ভেঙে পড়ে।

আরোও পড়ুন : দুবাইয়ে মুকেশ আম্বানির বাড়ি যেন এক স্বর্গরাজ্য! কোণায় কোণায় চমক, দেখে তাক লেগে যাবে

রেল কর্তৃপক্ষ সেই বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করল বৃহস্পতিবার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেল কর্তৃপক্ষ পূর্বের সিদ্ধান্ত স্থগিত রাখল। অর্থাৎ ওল্ড কয়লাঘাটা রিজার্ভেশন কাউন্টার পয়লা সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে না। আগের মতোই এই সেন্টারে কাজ চলবে। কাউন্টার খোলা রাখার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত যাত্রীরা।

54 big

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব রেলের বর্তমানে চারটি রিজার্ভেশন কাউন্টার রয়েছে কলকাতায়। এগুলি রবীন্দ্র সদন, গার্জেনরিচ, মেটিয়াবুরুজ ও কয়লাঘাটাতে। রেল জানায়, বর্তমানে অনলাইনে টিকিট কাটার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ওল্ড কয়লাঘাটার রিজার্ভেশন কাউন্টারটি বন্ধ করে দেওয়া হবে। তবে আগের মতোই চালু থাকবে অন্য PRS কাউন্টারগুলো।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর