বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার সপ্তাহের কর্মব্যস্তময় একটি দিন। তবে আজ শিয়ালদা স্টেশনে এসে বহু যাত্রী পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও দেখা নেই ট্রেনের। বলা হচ্ছে প্রায় ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন বাতিল হয়েছে আজ। ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত।
১২ কামরার ট্রেন চালানোর উদ্দেশ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই শিয়ালদা স্টেশনের (Sealdah) এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম বন্ধ থাকবে তিন দিন। পাশাপাশি একাধিক ট্রেন বাতিল (Cancellation) করা হয়েছে রেলের পক্ষ থেকে। শুক্রবার ৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে ১৪৭ টি ট্রেনের।
আরোও পড়ুন : মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নেট রিচার্জ করে পড়াশোনা, ডাক্তারি প্রবেশিকায় বাজিমাত রাহুলের
পাশাপাশি সংক্ষিপ্ত হয়েছে চারটি এক্সপ্রেস ট্রেনের রুট। একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায় চরম দুর্ভোগের মুখে যাত্রীরা। শিয়ালদা স্টেশনের বদলে দমদম স্টেশন (Dumdum) থেকে ছাড়ছে ডানকুনি, নৌহাটি, বারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর লালগোলা, শান্তিপুর, বারুইপুর স্টেশন রোড, গেদে লোকালের মতো ট্রেনগুলি।
আরোও পড়ুন : অবিশ্বাস্য ! ৪৫৫ দিনের ভ্যালিডিটি মিলবে মাত্র ৬ টাকায়! এবার খেল দেখাবে BSNL
অন্যদিকে, হাসনাবাদ, বারাসত, হাবড়া, বনগাঁ লোকালের মতো কিছু ট্রেন ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে। যে সকল যাত্রীরা এইসব গন্তব্যে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে এসেছেন, তাদের ট্রেনে করে যেতে হচ্ছে দমদম। শিয়ালদা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম আজ থেকে বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য।
ট্রেন ছাড়ছে ৬, ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেখানেও যাত্রীদের উপচে পড়া ভিড়। কেউ কেউ ট্রেনের জন্য অপেক্ষা করছেন ১ ঘন্টার উপর। রেল জানিয়েছে, যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার জন্য সময়সূচিও পরিবর্তিত হয়েছে। অনেকটাই লেটে চলবে ট্রেন। যে ট্রেনগুলি শিয়ালদা মেইন শাখা থেকে ছাড়ার কথা, সেগুলি ছাড়ছে দমদম থেকে।