১০ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে শিয়ালদহ স্টেশন! বাতিল দূরপাল্লা থেকে লোকাল সব ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : ফের দুর্ভোগের শিকার হতে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদা (Sealdah) স্টেশনে চলবে ট্রাক রক্ষণাবেক্ষণের কাজ। আর সেই কারণেই ১০ ঘণ্টা ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে উল্লেখ করা হয়েছে, শনিবার ও রবিবার রবিবার বাতিল (Train Cancelled) থাকবে একগুচ্ছ ট্রেন। লোকালসহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হওয়ার কারণে আমজনতার সমস্যা যে বাড়বে একথা বলাই বাহুল্য।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার অর্থাৎ আজ রাতে চলবে না শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল। এক্সপ্রেসের রুটেও বড় পরিবর্তন করা হয়েছে বলেই রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

সূত্রের খবর, রবিবার সকালে শিয়ালদা থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল হয়েছে। এছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। এর পাশাপাশি, শিয়ালদা থেকে একজোড়া করে দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকালের চাকা গড়াবে না বলেই জানা গিয়েছে।

Trains Cancelled 2

এদিকে, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে। এছাড়াও, পদাতিক এক্সপ্রেস, আজমের-শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে চলাচল করবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর