হঠাৎই বন্ধ হয়ে গেল শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল! চরম দুর্ভোগে যাত্রীরা, প্রকাশ্যে এল আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক : বৃষ্টির জেরে বসে গেছে রেললাইন। লাইনে ত্রুটির জন্য শিয়ালদা (উত্তর) শাখায় ব্যাহত ট্রেন চলাচল। পূর্ব রেল সুত্রে খবর, শিয়ালদহ-বনগাঁ (Sealdah-Bangaon) শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শুক্রবার সকাল ৮টা ৩৫-এর পর থেকে। জানা যাচ্ছে, আপ লাইন বসে গিয়েছে মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে।

লাইন বসে যাওয়ার কারণে আপ ও ডাউন শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারেননি যে পরিষেবা কখন স্বাভাবিক হবে। স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে পৌনে দশটা নাগাদ জানানো হয় লাইন মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে।

রেললাইনের ত্রুটির ফলে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রেন। বিভিন্ন স্টেশনে বিশেষ করে লোকাল ট্রেনগুলি আটকে রয়েছে। অফিস টাইমে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। মনে করা হচ্ছে সারারাত বৃষ্টির জন্যই লাইন ধ্বসে যাওয়ার ঘটনা ঘটেছে।

আরোও পড়ুন : পৃথিবীর এখানে থাকতে গেলে করতেই হয় দুটি বিয়ে! জানেন, এই অদ্ভুত দেশটি কোথায় ?

মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝের লাইন বসে গেছে সারারাত বৃষ্টিপাতের ফলে। তাই বন্ধ রয়েছে আপ লাইনের ট্রেন চলাচল। রেলের একটি সূত্র জানাচ্ছে, ডাউন লাইনের ট্রেন চলছে অতি ধীর গতিতে। তবে লাইনের কাজ চলায় সাময়িকভাবে ডাউন লাইনও বন্ধ ছিল। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে পরিষেবা চালু হতে ঘন্টাখানেক মতো সময় লেগে যেতে পারে।

1692939877 maslandapur

 

রেলের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে লাইন মেরামতি কাজ করছেন। শিয়ালদা-বনগাঁ লাইনের বেশকিছু ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বলেও খবর। তবে অফিস টাইমে এই ঘটনা ঘটায় নিত্যযাত্রী শুরু করে ছাত্র-ছাত্রীরা বেজায় সমস্যা পড়েছেন। বিকল্প রুট বা বাস করে অনেকে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর