Indian Railways: যাত্রীদের জন্য দারুণ এক সুবিধা চালু করল IRCTC, শুনে খুশিতে মেতে উঠবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলওয়ে (Indian Railways) এবং ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation) তরফে যাত্রীদের সুবিধার জন্য একের পর এক নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। গত কয়েক মাসে, রেলওয়ে এবং আইআরসিটিসি অনেক নিয়মে পরিবর্তন করেছে। আরও একবার যাত্রীদের জন্য নতুন বন্দোবস্ত করেছে IRCTC। ট্রেনে যাতায়াতকারী প্রত্যেক যাত্রী এই পরিষেবা চালুর সুবিধা পাবেন।

খাবার অর্ডার করা যাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে। ট্রেনে ভ্রমণের সময় হোয়াটসঅ্যাপ থেকে খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। IRCTC-এর ফুড ডেলিভারি পরিষেবা Zoop এবং Jio Haptic একসঙ্গে এই পরিষেবা শুরু করেছে। এই মুহূর্তে সারা দেশে 100 টিরও বেশি স্টেশনে এই সুবিধা শুরু হয়েছে। যাত্রীদের কাছ থেকে পাওয়া রিভিউয়ের উপর নির্ভর করেই অন্যান্য স্টেশনেও এই সুবিধা চালু করা হবে।

   

রিয়েল টাইম ট্র্যাকিংয়ের সুবিধা সহ ট্রেনে ভ্রমণের সময় হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করে খাবার অর্ডার করতে পারেন। খাবার অর্ডার করতে যাত্রীর একটি পিএনআর লাগবে। PNR দিয়ে অর্ডার করলে, আপনার খাবার সরাসরি সিটে পৌঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, খাবার অর্ডার করার পর আপনি তা রিয়েল টাইমে ট্র্যাক করতে পারবেন। এ ছাড়া কোনো সমস্যা হলে সাপোর্ট টিমের সাহায্য নিতে পারেন।

এখন 100 টিরও বেশি স্টেশনে হোয়াটসঅ্যাপে খাবার অর্ডার করার সুবিধা শুরু হয়েছে। বিজয়ওয়াড়া, ভাদোদরা, মোরাদাবাদ, ওয়ারাঙ্গল ছাড়াও দীনদয়াল উপাধ্যায়, কানপুর, আগ্রা ক্যান্ট, টুন্ডলা জংশন, বলহারশাহ জংশন সহ একাধিক স্টেশনে পরিষেবা দেওয়া হচ্ছে।

আপনি zoop এর সাথে WhatsApp মোবাইল নম্বর +91-7042062070 এ চ্যাট করতে পারেন। এছাড়াও, এই নম্বরে আপনার খাবারের অর্ডার দিতে পারেন।Train affordable foods

ভ্রমণে হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে খাবার অর্ডার করবেন:

সবার আগে, আপনাকে zoop চ্যাট ওপেন করে আপনার 10 ডিজিটের PNR নম্বর টাইপ করতে হবে। এর পরে আপনার বিবরণ Zoop দ্বারা যাচাই করা হবে। এর পরে আপনাকে আসন্ন স্টেশন নির্বাচন করতে হবে। এখানে আপনি কিছু রেস্টুরেন্টের বিকল্প পাবেন, যেখান থেকে আপনি আপনার খাবার অর্ডার করতে পারবেন। এখানে আপনি পেমেন্ট মোড পাবেন। খাবারের অর্ডার দেওয়ার এবং লেনদেন সম্পূর্ণ করার পরে, আপনার অর্ডার ট্র্যাক করতে পারেন। পরে ট্রেনটি নির্বাচিত স্টেশনে পৌঁছানোর সাথে সাথে Zoop খাবার পৌঁছে দেবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর