ভারতীয় রেলের দুর্দান্ত পদক্ষেপ, ৩০ বার ওঠবস করেলই মিলবে বিলামূল্যে টিকিট

বাংলাহান্ট ডেস্কঃ প্ল্যাটফর্মে (platform) এক ব্যক্তিকে স্কোয়াট (Squat) করতে দেখে অবাক হয়ে যায় সকলে। এরপর ওই ব্যক্তি বিনামূল্যে টিকিট (Ticket) পেয়ে যান। ঘটনাটি ঘটে দিল্লির (Delhi) আনন্দ বিহার স্টেশনে (Anand Vihar Station)। এখানে ৩০ বার স্কোয়াট করলেই মিলবে বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট। সাধারণ মানুষকে সুস্থ ও সবল রাখতে ইন্ডিয়ান রেলওয়েজের ‘ফিট ইন্ডিয়া’ (Fit India) কর্মসূচি থেকেই ন্যাশনাল ক্যাপিটাল রিজিওয়নের এই রেলওয়ে স্টেশনে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

station

মাত্র ৩০ বার ওঠ-বোস করলেই পাওয়া যাবে বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট। ঘটনাটি দেখে তাক লেগে যায় সকলের। শুধু তাই নয় আনন্দ বিহার স্টেশনে ‘দাওয়া দোস্ত’ (Dawa Dost) স্টোর নামে এক মেডিসিন শপ খোলা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। যেখান থেকে যাত্রীরা তাঁদের প্রয়োজনীয় ওষুধ নিতে পারবে। যাত্রীদের এবং দেশের অন্যান্য মানুষের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে এমন ব্যবস্থ করা হয় রেলের তরফ থেকে।

ভারতীয় রেলের পক্ষ থেকে বলা হয়, ‘ভারতীয়দের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আরও বেশি পরিমাণে যত্ন এবং গুরুত্ব দেওয়ার জন্যই, উচ্চমানের ওষুধ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দ্যেশে তৈরি করা হয়েছে দাওয়া দোস্ত। ওষুধপত্র বিষয়ে ভারত সরকারের অবস্থানকে সমর্থন জানানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ। এই ধরনের স্টোর রাজস্থানে এবং দিল্লি মিলিয়ে মোট ১০টি রয়েছে। চলতি বছরের মধ্যেই ১০০ স্টোর খোলার লক্ষে রয়েছে দাওয়া দোস্ত এবং পরবর্তী চার বছরের মধ্যে আরও ১০ হাজার স্টোর খোলার লক্ষ্য রয়েছে’।

এই সুবিধা ছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা। যেমন- ‘পালস হেলথ মেশিন কিয়সক’, যে পদ্ধতির সাহায্যে খুব সহজেই স্বাস্থ্য বিষয়ক প্যারামিটারগুলি মাপা যাবে। শরীরে মাসাজের প্রয়োজনে বসানো হয়েছে রোবোকিউরা মাসাজ চেয়ার। ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের হেলদি খাবার খাওয়ানোর উদ্দ্যেশে খুব তাড়াতাড়ি তৈরি করা হবে ‘ইট রাইট স্টেশন সার্টিফিকেশন’ (Eat Right Station)

Smita Hari

সম্পর্কিত খবর