একদম কম খরচে করুন AC কোচে সফর, ভারতীয় রেল আনছে দুর্দান্ত সুবিধা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেলওয়ের (indian railway) নতুন পদক্ষেপের মাধ্যমে এবার থেকে সস্তায় এসি ক্লাস কোচে ভ্রমণ উপভোগ করতে পারবেন দেশবাসী। AC3 ইকোনমি ক্লাসের ভাড়া নির্ধারণ করেছে রেল। মানুষের সুবিধার্থে AC3 কোচের চেয়ে AC3 ইকোনমি ক্লাসের দাম অনেক কম রাখা হয়েছে।

সরকার AC3 ইকোনমি ক্লাসের ভাড়া ঘোষণা না করলেও, ধারণা করা হচ্ছে এই ভাড়া AC3 কোচের চেয়ে ৮ গুণ কম হবে। যার ফলে স্লিপার ক্লাসের থেকে এই কোচের প্রতি আকর্ষণ বাড়বে যাত্রীদের মধ্যে।

সূত্রের খবর, AC3 ইকোনমি ক্লাসের ৫০ টি কোচ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে। চলতি বছর মোট ৮০০ টি এই ধরনের কোচ তৈরির পরিকল্পনা করেছে রেল। যার দেশের সর্বত্র পাঠানো হবে।

তবে আরও জানা গিয়েছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইে তৈরি করা হবে ৩০০ টি কোচ, মডার্ন কোচ ফ্যাক্টরি রায় বেরেলিতে তৈরি করা হবে ২৮৫ টি কোচ এবং ১৭৭ টি কোচ তৈরি করা হবে কাপুরথালায়।

এই AC3 ইকোনমি ক্লাসে বার্থ থাকবে ৮৩ টি। পাশে ২ টো বার্থের বদলে ৩ টে থাকবে। যার কারণে বার্থের সংখ্যা ১৫ শতাংশ বেড়ে যাচ্ছে। ভাড়াও কম থাকার কারণে যাত্রীদের মধ্যে এই ক্লাসে ভ্রমণের চাহিদাও বাড়বে।

X