Indian Railways: উৎসবের মরশুমে ফের পকেটে টান! ১ অক্টোবর থেকেই প্ল্যাটফর্ম টিকিটের দাম দ্বিগুণ করছে রেল

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে উৎসবের মরশুম (Festive Season) শুরু হয়েছে। এমতাবস্থায়, গণপরিবহনগুলির ক্ষেত্রে অত্যধিক ভিড় এবং যানজট কমানোর লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি, আমাদের দেশের অন্যতম গণপরিবহণ মাধ্যম হল রেল (Indian Railways)। এই আবহে, উৎসবের মরশুমে স্টেশনের প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে এবার প্ল্যাটফর্ম টিকিটের মূল্য দ্বিগুণহারে বৃদ্ধি করা হয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ রেলওয়ে (Southern Railway) প্ল্যাটফর্ম টিকিটের মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ, নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, এবার থেকে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিটের জন্য ২০ টাকা দিতে হবে। মূলত, এই সময়টাতে প্ল্যাটফর্ম থেকে অতিরিক্ত ভিড় সরানোর জন্যই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, ইতিমধ্যেই এই প্রসঙ্গে দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, উৎসব চলাকালীন প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় এড়াতে আগামী ১ অক্টোবর থেকে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত প্রতিটি প্ল্যাটফর্ম টিকিটের মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শুধুমাত্র দক্ষিণ রেলওয়েই আপাতত এই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি, দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর হল চেন্নাইতে। অর্থাৎ, নতুন মাসের প্রথম দিন অর্থাৎ আগামীকাল থেকেই দক্ষিণের সমস্ত রেলস্টেশনে ১০ টাকার পরিবর্তে ২০ টাকায় প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, চেন্নাই বিভাগের মধ্যে প্রধানত চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর, তাম্বারাম, কাটপাডি, চাঙ্গালপাট্টু, আরাক্কোরাম, তিরুভাল্লুর এবং আভাদির মত রেলস্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির কারণে এই সমস্ত রেলস্টেশনের প্ল্যাটফর্মে যেতে গেলে এবার দ্বিগুণ খরচ করতে হবে।

মূলত, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন উৎসব সমগ্ৰ দেশজুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। বিশেষ করে এর মধ্যে রয়েছে দীপাবলি, দশেরা সহ একাধিক বড় উৎসব। এমতাবস্থায়, এই সময়টাতে বহু মানুষ নিজেদের বাড়িতে ফিরে আসেন। যার কারণে তাঁদের আত্মীয়রা স্টেশনে তাঁদের আনতে এসে প্ল্যাটফর্ম পর্যন্ত এগিয়ে আসেন। এমতাবস্থায় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়লে সরাসরি তাঁদের পকেটে টান পড়বে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর