বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Indian Railways) চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। দূরের কোনও সফর হোক কিংবা কাছের কোনও গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই রেলপথের জুড়ি মেলা ভার। এমতাবস্থায়, আপনিও যদি নিয়মিতভাবে ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে রেলের চার্ট তৈরি হয়। এর ফলে, চার্ট তৈরি এবং ট্রেন ছাড়ার মধ্যে যদি কোনও যাত্রী তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিট বুক করে থাকেন, সেক্ষেত্রে তিনি বিভ্রান্তির সম্মুখীন হন। তবে, এই ধরণের যেকোনও সমস্যা থেকে মুক্তি দিতে রেল এবার চার্টের নিয়মে বড় ধরণের পরিবর্তন আনতে চলেছে।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
চার্টের সময় সংক্রান্ত পরিবর্তন করার প্রস্তুতি: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এখন চূড়ান্ত চার্ট তৈরির সময় সংক্রান্ত পরিবর্তনের জন্য রেলের (Indian Railways) পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে, রেলের তরফে শেষ চার্টটি ট্রেনের ছাড়ার সময়ের পাঁচ মিনিট আগে প্রকাশ করা হয়। তবে এখন এই সময়কে আরও কয়েক মিনিট বাড়ানোর প্রস্তুতি চলছে। আসলে যেসমস্ত যাত্রীরা শেষ মুহূর্তে টিকিট বুক করেন তাঁদের বিবরণ প্রায়শই পাঁচ মিনিট আগে তৈরি করা শেষ চার্টে দেখা যায় না। এতে যাত্রীদের সমস্যা হয়। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।
গত ২০ ডিসেম্বর এই সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়: রেলওয়ে (Indian Railways) বোর্ডের প্যাসেঞ্জার মার্কেটিং ডিরেক্টর সঞ্জয় মনোচা গত ২০ ডিসেম্বর উত্তর-পূর্ব রেল সহ সমস্ত রিজনাল রেলওয়েকে এই বিষয়ে রিপোর্ট চেয়ে একটি চিঠি জারি করেছেন। যেখানে আগামী ২ জানুয়ারির মধ্যে জবাব চাওয়া হয়েছে। অর্থাৎ, ২ জানুয়ারির পরই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। জানিয়ে রাখি যে, ২ বছর আগে পর্যন্ত চূড়ান্ত চার্ট তৈরির সময় ছিল ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে। এই কারণে, শেষ মুহূর্তে বুক করা টিকিটের বিবরণ HHT-তে পাওয়া যেত। কিন্তু পরে এই সময় কমিয়ে ৫ মিনিট করা হয়।
আরও পড়ুন: আজব কাণ্ড! মাঝ রাস্তায় পথ ভুলে অন্য স্টেশনে পৌঁছে গেল বন্দে ভারত, শুরু তুমুল হইচই
৫ মিনিট আগে চার্ট দেওয়ার কারণে বিভিন্ন সমস্যা হয়: এর ফলে, টিটিইকে দেওয়া হ্যান্ড হ্যান্ডলিং টার্মিনালে শেষ মুহূর্তে প্রস্তুত করা টিকিটের তথ্য পাওয়া যেতনা। এই বিষয়ে IRCTC-র একজন আধিকারিক জানিয়েছেন যে, ৩০ মিনিট আগে চার্ট তৈরি করতে কোনও সমস্যা ছিল না। কিন্তু ৫ মিনিট আগের নিয়ম কার্যকর হওয়ার পর টিকিট চেকিং কর্মী ছাড়াও যাত্রীরা সমস্যায় পড়তে শুরু করেন। অনেক সময় ৫ মিনিট আগে চূড়ান্ত করা চার্ট সময়মতো ডাউনলোডও হয় না।
আরও পড়ুন: ৪.৫ বছর আগে হয়েছিল নিষিদ্ধ! আম্বানির হাত ধরে ভারতে প্রত্যাবর্তন করতে প্রস্তুত এই চিনা কোম্পানি
তিনি আরও জানান যে, ৫ মিনিট আগে চূড়ান্ত চার্ট তৈরি করা যাত্রী এবং রেল (Indian Railways) কর্মীদের অনেক সমস্যায় ফেলেছিল। এর পরিপ্রেক্ষিতে IRCTC রেলওয়ে বোর্ডকে চিঠি পাঠিয়ে এই সময়টিকে বাড়ানোর জন্য অনুরোধ করে। তাই, ৫ মিনিট থেকে বাড়িয়ে এই সময় ১৫ মিনিট করা হলে সমস্যাগুলি এড়ানো যাবে।