বাংলাহান্ট ডেস্কঃ চাকরী প্রার্থীদের জন্য সুখবর। বেশকিছু শূণ্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল (indianrailway)। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা। জানুন বিস্তারিত-
প্রধানত অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট শূণ্য পদ রয়েছে ২২২৬ টি। ১৫ থেকে ২৪ বছর বয়সী ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১১ ই অক্টোবর থেকে এবং চলবে ১০ ই নভেম্বর ২০২১ পর্যন্ত।
তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য কোন ফি লাগবে না। তবে বাকি প্রার্থীদের জন্য ফর্ম বাবদ ১০০ টাকা দিতে হবে। তবে কাজের স্থান এবং বেতনের বিষয়ে এখনও কিছু জানায় নি রেল কর্তৃপক্ষ।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় ৫০% নম্বর-সহ উত্তীর্ণ হওয়া আবশ্যক। থাকতে হবে NCVT বা SCVT দ্বারা ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটও। দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষার নম্বরের ভিত্তিতে আবেদনকৃত প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর নির্বাচিত প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকে নেওয়া হবে।