চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ভারতীয় রেলে একাধিক শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক চাকরিপ্রার্থীই চান সরকারি চাকরির (Government Jobs) মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে। এমতাবস্থায়, এবার তাঁদের জন্য এল বড়সড় সুখবর। ইতিমধ্যেই ভারতীয় রেলের (Indian Railways) রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (Railway Recruitment Cell) তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমান প্ৰতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

শূন্যপদের বিবরণ: উল্লেখ্য যে, ইতিমধ্যেই রেলওয়ের তরফে জানানো হয়েছে, বর্তমানে চুক্তির ভিত্তিতে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট (Junior Technical Assistant) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শুন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ১৫ টি শূন্যপদে এই কর্মী নিয়োগ সম্পন্ন হবে।

বয়সসীমা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

বেতন: সংশ্লিষ্ট শূন্যপদে নির্বাচিত যোগ্য প্রার্থীদের বেতন ৩০ হাজার টাকা হবে বলে জানা গিয়েছে।

আবেদন ফি: এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। যদিও, জনজাতি, উপজাতি, মহিলা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা করতে হবে না।

আবেদন প্রক্রিয়া: পাশাপাশি, আগ্রহী আবেদনকারীরা সরাসরি ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই শূন্যপদের ভিত্তিতে আবেদন করতে পারেন।

JOB 1 1

নিয়োগ প্রক্রিয়া: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সহ তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর