দেশজুড়ে আরও উন্নত হতে চলেছে রেল পরিষেবা! বড়সড় আপডেট দিলেন রেলমন্ত্রী, লাভবান হবেন যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমশ উন্নত হচ্ছে ভারতের রেল (Indian Railways) যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিনই দেশের বিপুলসংখ্যক মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে রেল। ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন। যেটি যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয় হয়েছে। তবে, এবার আসতে চলেছে, বন্দে ভারত স্লিপার ট্রেন।

বড় পদক্ষেপ রেলের (Indian Railways):

জানিয়ে রাখি যে, দূরপাল্লার ভ্রমণের জন্য ১০ টি বন্দে ভারত স্লিপার ট্রেনের (Indian Railways) অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। এর প্রথম প্রোটোটাইপ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত এর পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও, ২০০ টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির চুক্তিও প্রযুক্তিগত অংশীদারদের দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির পরীক্ষা সফল হওয়ার পরেই সেগুলিকে চালানোর সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে।

রেল মন্ত্রক লোকসভায় জানিয়েছিল যে, ২ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে, স্বল্প ও মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য সারা দেশে ব্রডগেজ ইলেক্ট্রিফিকেশন নেটওয়ার্কে ১৩৬ টি বন্দে ভারত ট্রেনের (Indian Railways) পরিষেবা চালু হবে। যেগুলির চেয়ার কার রয়েছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিতে গড় যাত্রী উপস্থিতি ১০০ শতাংশের বেশি ছিল। এদিকে, অন্য একটি প্রশ্নের উত্তরে, রেলমন্ত্রী জানিয়েছিলেন যে, ২০১৮ সালের এপ্রিল থেকে, ভারতীয় রেলের উৎপাদন ইউনিটগুলি কেবল LHB কোচ তৈরি করছে। পাশাপাশি, ওই কোচগুলির উৎপাদন ক্রমাগত বাড়ছে।

Indian Railways is taking big steps.

রেলমন্ত্রীর মতে, ২০১৪-২৪ সালে নির্মিত LHB কোচের সংখ্যা হল ৩৬,৯৩৩। যা ২০০৪-১৪ সালে নির্মিত কোচের তুলনায় (২,৩৩৭) ১৬ গুণ বেশি। ভারতীয় রেল কোচগুলিকে উন্নত করছে। যেগুলি প্রযুক্তিগতভাবে উন্নত এবং অ্যান্টি-ক্লাইম্বিং ব্যবস্থা সহ আরও একাধিক সুবিধা রয়েছে। এদিকে, ভারতীয় রেল (Indian Railways) প্রতিবন্ধী যাত্রীদের জন্য মসৃণ ভ্রমণ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন: অনন্য নজির! ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সপরিবারে অংশগ্রহণ করছেন বাঙালি অলিম্পিয়ান

প্রসঙ্গত উল্লেখ্য যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই কোচগুলিকে লোড সিমুলেশন ট্রায়ালের জন্য ICF চেন্নাইতে পাঠানো হয়েছে। ট্রায়ালের পর, ট্রেনগুলি (Indian Railways) শীঘ্রই তাদের কমার্শিয়াল রান শুরু করবে। একটি অনুমান অনুযায়ী, শীঘ্রই দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান শুরু হবে। যা সম্পূর্ণ হতে প্রায় ২ মাস সময় লাগতে পারে। এরপরই ওই ট্রেনের কমার্শিয়াল রান শুরু হবে। তবে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোন রুটে চলবে তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।

আরও পড়ুন: আর কত বছর ক্রিকেট খেলবেন বিরাট কোহলি? রাখঢাক না রেখে জানালেন কোচ, খুশি অনুরাগীরা

সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বিষয়ে একাধিক প্রস্তাব এসেছে। মূলত বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহর থেকে এগুলি শুরু করা যেতে পারে। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর পাশাপাশি, রেলমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, বন্দে ভারত স্লিপারের ভাড়া দেশের রাজধানী এক্সপ্রেসের ভাড়ার সমান হতে চলেছে। জানিয়ে রাখি, বন্দে ভারত স্লিপার ট্রেন ১৬০ কিলোমিটার গতিতে চলবে। যেটির সর্বোচ্চ গতিবেগ হল ১৮০ কিলোমিটার। এই ট্রেনে (Indian Railways) মোট ১৬ টি কোচ থাকবে। যার মধ্যে ১১ টি থার্ড এসি, ৪ টি সেকেন্ড এসি এবং ১ টি ফার্স্ট ক্লাস কোচ থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর