প্রচুর বুকিং বন্দে ভারতের! ব্যাপক লক্ষ্মীলাভ রেলের? আয়ের তথ্য জানলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যে ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে বন্দে ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে চলাচল করছে সেমিহাইস্পিড অত্যাধুনিক এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবায় মোটের উপর খুশি রেল যাত্রীরা। তবে বন্দে ভারত এক্সপ্রেস থেকে কত টাকা আয় হচ্ছে রেলের?

এই প্রশ্নের উত্তর জানার জন্য এক ব্যক্তি আরটিআই করেছিলেন। মধ্যপ্রদেশের সেই ব্যক্তির প্রশ্নের এবার জবাব দিল রেল। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড় এই RTI করেছিলেন। RTI করে তিনি জানতে চান যে গত ২ বছর বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে কত টাকা আয় হয়েছে রেলের? বন্দে ভারত চালিয়ে রেলওয়ের লক্ষ্মী লাভ হচ্ছে কি?

আরোও পড়ুন : FD’তে এই ব্যাংক এক মাসের মধ্যে তিনবার বৃদ্ধি করল সুদ! এখন বিনিয়োগ করলে পাবেন মোটা রিটার্ন

রেল বোর্ড জানিয়েছে, বন্দে ভারতের আলাদা করে হিসাব রাখে না তারা। স্বাভাবিকভাবেই রেলের এই উত্তরে অনেকেরই অবাক হওয়ার কথা। বন্দে ভারত এক্সপ্রেস প্রথম পথচলা শুরু করে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নয়া দিল্লি থেকে বারাণসী পর্যন্ত রুটে প্রথম গড়িয়েছিল দেশের সেমি হাইস্পিড এই ট্রেনের চাকা।

আরোও পড়ুন : এগিয়ে আসছে পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন! দেখুন, কবে বিশ্ববাসী দেখতে পারবেন এই বিরল দৃশ্য

বর্তমানে দেশের ২৪টি রাজ্যের ১০০টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ২ কোটি মানুষ এখনো পর্যন্ত সফর করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে। চন্দ্রশেখর গৌড় বলেছেন, কত যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসে চড়ছেন তার হিসাব রেলের কাছে আছে, অথচ আয় কত টাকা হয়েছে তার হিসাব নেই রেলের কাছে!

India is getting 60 new Vande Bharat Express in 2024

আধিকারিকরা আরও জানান যে, ২০২৩-২৪ আর্থিক বছরে বন্দে ভারত এক্সপ্রেস এতটা রাস্তা পাড়ি দিয়েছে, যা পৃথিবীর চারপাশে ৩১০ টি ঘূর্ণনের সমান।গত অক্টোবরে অন্য একটি RTI-এর প্রশ্নে রেল জানায়, প্রায় ৯২% আসন সংরক্ষিত হয় বন্দে ভারতে। চন্দ্রশেখর গৌড় বলছেন, বন্দে ভারত থেকে রেলের কত টাকা আয় হচ্ছে তার আলাদা হিসাব রাখা উচিত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর