বাংলাহান্ট ডেস্ক : দেরাদুন–নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস সাক্ষী থাকল বিরল ঘটনার। চলন্ত ট্রেনের চাকা গলে তৈরি হল বিপত্তি। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নয়াদিল্লিগামী জনশতাব্দী এক্সপ্রেস। ভারতীয় রেল (Indian Railways) সূত্রের খবর, শুক্রবার দেরাদুন থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল জনশতাব্দী এক্সপ্রেসটি।
ভারতীয় রেলের (Indian Railways) জনশতাব্দী এক্সপ্রেসের অবিশ্বাস্য ঘটনা
তাপরি জংশনের কাছে ট্রেন (Train) আসতেই লোকো পাইলটের সন্দেহ হয় কিছু একটা সমস্যা দেখা দিয়েছে ইঞ্জিনের চাকায়। এরপর দ্রুত ট্রেন থামিয়ে ইঞ্জিনের চাকায় চোখ রাখতেই নজরে আসে বিষয়টি। ট্রেন চালক দেখতে পান গলতে শুরু করেছে জনশতাব্দী এক্সপ্রেসের ইঞ্জিনের একটি চাকা। এমনকি তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের কিছুটা অংশও।
আরও পড়ুন : ‘গণ্ডগোল হলে কি দুর্গাপুজোই বন্ধ করে দেব?’ রামনবমীর মিছিল নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
বিরল এই ঘটনা দেখে প্রথমে স্তম্ভিত হয়ে যান রেল কর্মী থেকে যাত্রী সকলেই। এরপর দ্রুত খবর পৌঁছায় নিকটবর্তী রেলওয়ে জংশনের আধিকারিকদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের (Indian Railways) ইঞ্জিনিয়াররা। বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনের চাকা যদি আরও খানিকটা গলে যেত, তাহলে ট্রেন লাইনচ্যুত হতে পারত যেকোনও মুহুর্তে। তবে লোকো পাইলটের তৎপরতায় এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা।
জানা যাচ্ছে, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে যান রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পরীক্ষা করে দেখেন রেলের ইঞ্জিন ও চাকা। মেরামতি করে ট্রেনটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা করানোর ব্যবস্থা করা হচ্ছে বলেই খবর। অন্যদিকে, গত মঙ্গলবার ঝাড়খণ্ডে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ যায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা পেশায় ইঞ্জিন চালক গঙ্গেশ্বর মালের।
আরও পড়ুন : দলীয় হুইপ অমান্য! লোকসভার ওয়াকফ বিতর্কে ‘অ্যাবসেন্ট’ তৃণমূলের ৩ সাংসদ, শাস্তি নিয়ে জল্পনা
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইটে ট্রেন দুর্ঘটনায় চাকরি জীবনের শেষ দিনে ৬৫ বছরের এই ইঞ্জিন চালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। যদিও এই দুর্ঘটনার প্রেক্ষিতে বিবৃতি প্রকাশ করে এনটিপিসি জানায়, সংশ্লিষ্ট এমজিআর লাইনটির মালিকানা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। ভারতীয় রেলের আওতায় পড়ে না এই লাইন। তাই ভারতীয় রেল কর্তৃপক্ষের কোনও যোগসূত্র নেই এই দুর্ঘটনার সাথে।