বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railways) শ্রমিক স্পেশ্যাল ট্রেন (Shramik Special Train) গুলোকে বন্ধ করার সঙ্কেত দিয়েছে। উল্লেখ্য, ভারতীয় রেল রাজ্য গুলোর থেকে আরও ৩২১ টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর অনুরোধ পেয়েছে। আর এই অনুরোধ পূরণ করেই রেলওয়ে শ্রমিক স্পেশ্যাল ট্রেন বন্ধ করে দিতে পারে। রেলওয়ের দাবি অনুযায়ী, যতদিন রাজ্য গুলো থেকে আবেদন করা হবে, ততদিন ট্রেন চালানো হবে।
সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, ৩০ মে পর্যন্ত রেল আরও ৩২১ টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর আবেদন পেয়েছে। রেলওয়ে এখনো পর্যন্ত চার হাজারের বেশি ট্রেনের মাধ্যমে ৫৬ লক্ষ শ্রমিককে তাদের বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু এখন রাজ্য গুলোর থেকে আর সেরকম ট্রেন চালানোর আবেদন পাওয়া যাচ্ছে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন রেলের কাছে শুধু ৩২১ টি নতুন ট্রেনের দাবি করা হয়েছে। আর তাঁর মধ্যে বেশিরভাগ ট্রেনই পশ্চিমবঙ্গের জন্য। প্রতিদিন প্রায় ২০০ এর মতো শ্রমিক ট্রেন চালানো ভারতীয় রেল ৩২১ টি ট্রেনের দাবি পূরণ করতে দুদিন সময় নিয়েছে। আর এরপর এই দুদিন পর শ্রমিক স্পেশ্যাল ট্রেন আর চলবে কি না সেটা জানা যায় নি।
যদিও, রেলওয়ের কাছে রাজ্য গুলোর তরফ থেকে পরিকল্পনামাফিক ট্রেন চালানো দাবি করা হচ্ছে। আধিকারিক সুত্র অনুযায়ী, রেলওয়ে রবিবার মাত্র ৬৯ টি ট্রেন চালিয়েছে। গত ১লা মে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রেল শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে।