আজ ফের বাতিল ৩১৪টি ট্রেন, বিপদে পড়ার আগেই চোখ রাখুন তালিকায়

বাংলাহান্ট ডেস্ক : ফের দুর্ভোগের শিকার ট্রেনযাত্রীরা। খারাপ আবহাওয়া (Bad weather) এবং রেলওয়ে ট্র্যাক (Railway track) মেরামতির জন্য আজ ২৪শে জানুয়ারি ভারতীয় রেলওয়ে (Indian Railways) ৩১৪টি ট্রেন বাতিল করেছে। এমনকী ঠিক একদিন আগেও অর্থাৎ গতকাল ২৩শে জানুয়ারি রেলওয়ে ৩৬৬টি ট্রেন বাতিল করেছিল। ঝাড়খণ্ড এক্সপ্রেস, নর্থইস্ট এক্সপ্রেস, বিক্রমশিলা এক্সপ্রেস এবং শান-ই-পাঞ্জাব এক্সপ্রেস সহ বহু দূরপাল্লার ট্রেন আজ চলবে না বলেই জানা গিয়েছে।

ভারতীয় রেলওয়ের ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমে আপলোড করা তালিকা অনুযায়ী, আজ ২৭৫টি ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে এবং ৩৯টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি ২৫টি ট্রেনের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া মঙ্গলবারও ৮টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

আজ যদি আপনাকে ট্রেনে যেতে হয়, তবে বাড়ি থেকে স্টেশনে যাওয়ার আগে আপনাকে অবশ্যই ট্রেনের অবস্থা জেনে নিতে হবে।

indian railways train fog

নিচে একটি তালিকা দেওয়া হলো যেসব ট্রেন বাতিল করা হয়েছে–

04030 ফারুখনগর – দিল্লী সরাই রোহিল্লা,
04041 দিল্লী সরাই রোহিল্লা – ফারুকনগর,
00469 হাওড়া জংশন – নতুন দিল্লী,
01605 পাঠানকোট – জৌলমুখী রোড,
01625 ধুরি জংশন – বাথিন্ডা,
0659 সিটি, 0359 স্টেট, 0359, বৌঠানগাড় শহর,
12033 কানপুর সেন্ট্রাল – নতুন দিল্লী,
12367 বিক্রমশিলা এক্সপ্রেস ভাগলপুর – আনন্দ বিহার টার্মিনাল,
2398 মহাবোধি এক্সপ্রেস নিউ দিল্লী – গয়া জংশন,
12370 কুম্ভ এক্সপ্রেস দেরাদুন – হাওড়া,
12497 শেন পাঞ্জাব এক্সপ্রেস নিউ দিল্লি – অমৃতসর জংশন,
পূর্বোত্তর এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা,
12596 হামসাফার এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – গোরখপুর,
ঝাড়খন্ড এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল হাতিয়া,
14006 লিচ্ছাভি এক্সপ্রেস আনন্দ বিহার টার্মিনাল – সীতামারী,
4818 উনচাহার এক্সপ্রেস চণ্ডীগড় প্রয়াগরাজ জংশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর