বাংলাহান্ট ডেস্ক : খুব সহজেই যাতায়াত করা যায়। শুধু তাই নয়, ট্রেন সফরে খরচ কম। তাই, ভারতীয় রেলের (Indian Railways) উপর আট থেকে আশি সকলেই ভরসা করেন। পূর্ব রেলের পক্ষ থেকে নেওয়া হল এক যুগান্তকারী সিদ্ধান্ত। ট্রেন ধরতে গিয়ে বা ট্রেনে সফররত অবস্থায় অসুস্থ হয়ে গেলে এখন আর চিন্তা নেই যাত্রীদের। এবার থেকে স্টেশনেই চিকিৎসার সুবিধায় মিলবে। এরই সাথে থাকছে ডায়াগনস্টিক ও অ্যাম্বুলেন্স পরিষেবা।
আচমকা শরীর অসুস্থ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। অনেক সময় স্টেশনে বা ট্রেনে থাকাকালীন অবস্থায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সেক্ষেত্রে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে অনেক সময় দেরি হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে এবার স্টেশনেই মিলবে চিকিৎসা পরিষেবা (Medical Services)। এমনকি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও পাঠানো হবে স্টেশনে।
জানা গেছে, পূর্ব রেল পিপিপি মডেলে এই বছর 288 স্টেশনে চিকিৎসা কেন্দ্র খুলবে। ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এই বিষয়ে বলেছেন, এই স্টেশন গুলিতে থাকবে একটি ফার্মেসি, একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি অ্যাম্বুলেন্স। আচমকা কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে রেলের পক্ষ থেকে তার চিকিৎসা করা হবে। ২৪ ঘন্টা চিকিৎসা মিলবে বোলপুর, বর্ধমান এবং আসানসোলের মতো ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশনে।
যাত্রীদের পাশাপাশি এই চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন স্টেশনের ব্যবসায়ী, হকার ও সংলগ্ন এলাকার বাসিন্দারাও। গোটা প্রকল্পটি PPP মডেলে হওয়ায় রেলের আশা এর থেকে তাদের বাৎসরিক তিন কোটি পঁচিশ লক্ষ টাকা আয় হবে। এই ব্যাপারে রেল ইতিমধ্যেই চুক্তি করেছে রজনীশ ওয়েলনেস সেন্টারের সাথে। সবকিছু ঠিকঠাক থাকলে রেলের এই নতুন পরিষেবা শুরু হবে এই বছরের শেষের দিকে।