১৩ লক্ষ কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেল, খুব শীঘ্রই মিলবে এই স্কিমের ফায়দা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railway) জানিয়েছে যে, তাঁরা নিজদের ১৩ লক্ষ কর্মচারীদের স্বাস্থ্য বীমা (Health Insurance) যোজনার মাধ্যমে যুক্ত করে তাঁদের চিকিৎসার আওতা ব্যাপক স্তরে বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছে। রেলওয়ে একটি বয়ানে বলেছে, তাঁরা প্রথমে তাঁদের কর্মচারী আর কর্মচারীদের পরিবারকে ‘রেলওয়ে কর্মচারী উদারকৃত স্বাস্থ্য যোজনা” এবং ‘কেন্দ্রীয় কর্মচারী স্বাস্থ্য সেবা” র মাধ্যমে চিকিৎসা সুবিধা উপলব্ধ করাত। রেলওয়ে জানিয়েছে যে, এবার তাঁরা তাঁদের কর্মচারীদের চিকিৎসার আওতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

rail train 2

বয়ানে বলা হয়েছে যে, রেলওয়ে কর্মচারীদের জন্য সমগ্র স্বাস্থ্য বীমা যোজনার সাথে যুক্ত সমস্ত দিক গুলোকে সমীক্ষা করার জন্য একটি সমিতি গঠন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, এর উদ্দেশ্য হল চিকিৎসা, আকস্মিক পরিস্থিতির সময় আর্থিক ঝুঁকি থেকে তাঁদের উদ্ধার করতে বীমা উপলব্ধ করানো হবে। বয়ানে বলা হয়েছে, রেলওয়ে নিজেদের সমস্ত ডিভিশনের কাছ থেকে এই পরিকল্পনা নিয়ে পরামর্শ চেয়েছে।

অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়ার জন্য নতুন নিয়ম আনা হয়েছে। এর জন্য একটি অ্যাপ তৈরি কর আহয়েছে। যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারী, যাঁদের ফাইল আটকে আছে সেগুলো কবে ক্লিয়ার হবে আর কবে পেনশন পাওয়া যাবে সেটি নিয়ে তথ্য দেওয়া হবে। রেলওয়ে বোর্ডের প্রধান নির্দেশক অঞ্জলি গোয়েল ছয় আগস্ট এই বিষয়ে একটি চিঠি জারি করেছিলেন। সেখানে বলা হয়েছিল যে, রেলওয়ে কর্মচারীদের পেনশন সম্বন্ধিত কাজের জন্য ডিআরএম অফিস অথবা অন্য কোথাও আর যেতে হবে না।

এর জন্য অ্যাপ তৈরি করা হয়েছে। ওই অ্যাপের নাম রেল সার্ভিস-সিপিসি-7-পিপিও। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীরা নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপে নিজের সেবার নম্বর দিয়ে সমস্ত তথ্য জানতে পারবে। পিপিও থেকে ফ্যামিলি পেনশনেরও তথ্য পাওয়া যাবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর