বাংলাহান্ট ডেস্ক : শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। দিল্লি পুলিশের সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা বাড়তে পারে আরো। শনিবার রাতে ভারতীয় রেলের (Indian Railways) নয়াদিল্লি স্টেশনে কাতারে কাতারে মানুষ জড়ো হন মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরার উদ্দেশ্যে। তবে হুড়োহুড়িতে ঘটে যায় মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনা।
ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে দুঃখজনক ঘটনা
পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন ৯ জন মহিলা, ৪ জন পুরুষ ও ৫ শিশু। গতকাল রাতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তিনজনের। তবে নয়াদিল্লির (New Delhi) মতো এত গুরুত্বপূর্ণ স্টেশনে কীভাবে ঘটল এমন মর্মান্তিক দুর্ঘটনা?
আরোও পড়ুন : বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভান্ডার! এবার হবে বড় ঘোষণা? সামনে আপডেট
রেলের (Indian Railways) তরফ থেকে এই দুর্ঘটনার নেপথ্যে দায়ী করা হয়েছে মাত্রাতিরিক্ত ভিড়কেই। যদিও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, স্টেশনে ছিল না চেকিং এর ব্যবস্থা। এমনকি ভিড় নিয়ন্ত্রণ করার উদ্যোগও চোখে পড়েনি। স্থানীয় সূত্রে খবর, কুম্ভ যাওয়ার ট্রেন ধরার উদ্দেশ্যে নয়াদিল্লি স্টেশনে শনিবার রাতে জড়ো হন হাজার হাজার যাত্রী।
আরোও পড়ুন : অসংবিধানিক! লটারি নিয়ে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট
স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস ধরার জন্য প্রচুর সংখ্যক যাত্রী অপেক্ষা করছিলেন ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে। এরই মধ্যে গুজব ছড়ায় যে এই ট্রেন দুটি বাতিল করা হয়েছে। তারমধ্যেই কুম্ভ যাওয়ার অন্য একটি স্পেশাল ট্রেন (Train) প্রয়াগরাজ এক্সপ্রেস চলে আসে ১৪ নম্বর প্ল্যাটফর্মে।
এরপর শয়ে শয়ে যাত্রী প্রয়াগরাজ এক্সপ্রেস ধরার উদ্দেশ্যে রওনা দেন ১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্রচন্ড ভিড়ে তখনই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা। আরপিএফ জানাচ্ছে, সেই সময়ে গোটা পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। তবে এই দুর্ঘটনার পিছনে রেলের দায় কি একদমই ঝেড়ে ফেলা যায়? স্টেশনে উপস্থিত অনেকেই বলছেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না স্টেশনে।
এমনকি প্ল্যাটফর্ম নিয়েও বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগও তুলেছেন অনেকে। সূত্রের খবর, প্রায় দেড় হাজার যাত্রী প্রয়াগরাজ যাওয়ার জন্য কাটেন অসংরক্ষিত টিকিট। এত বিপুল পরিমাণ জেনারেল টিকিট বিক্রি করার পরেও কেন রেলের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন।