বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। কাছের হোক কিংবা দূরের যে কোন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ভারতীয় রেলের (Indian Railways) জুড়ে মেলা ভার। দূরপাল্লার ট্রেনের (Express Train) মতো লোকাল ট্রেনে (Local Train) চেপে খুব কম খরচে দ্রুত গন্তব্য স্থলে পৌঁছে যাওয়া যায়। নিত্যযাত্রীদের জন্য লোকাল ট্রেনের গুরুত্ব এক কথায় অপরিসীম। তাই প্রতিনিয়ত যাত্রীদের সফল সফর আরো বেশি আলামদায়ক করে তুলতে নিত্য নতুন পরিষেবা আনছে ভারতীয় রেল (Indian Railways)।
ট্রেন লেট রুখতে বিরাট মাস্টার প্ল্যান ভারতীয় রেলের (Indian Railways)
ট্রেনে সফরকালীন সময়ে যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই সব সময় সজাগ দৃষ্টি থাকে ভারতীয় রেল কর্তৃপক্ষের। কিন্তু তারপরেও রেলের বিরুদ্ধে যাত্রীদের একটা অভিযোগ কিন্তু বরাবরই। আর এই সমস্যার সমাধান করা যাচ্ছে না কোনোভাবেই। তা হলো ট্রেন লেটে আসা। প্রসঙ্গত আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম দুটি ব্যস্ততম রেলস্টেশন হল হাওড়া এবং শিয়ালদা।
এই দুটি স্টেশনে যাত্রীদের চাপ-ও একটু বেশি থাকে। দূরপাল্লার ট্রেন হোক কিংবা লোকাল ট্রেন হাওড়া এবং শিয়ালদা স্টেশনে ঢুকলেই দেখা যায় ট্রেন ধরার জন্য যাত্রীদের ছোটাছুটি করার দৃশ্য। রেলের বিরুদ্ধে যাত্রীদের বরাবরের অভিযোগ ট্রেন বরাবরের স্টেশনে ঢুকতে লেট করে। কোনদিনই সঠিক টাইমে এসে পৌঁছাতে পারে না ট্রেন।
এই সমস্যা সমাধানের জন্য ইতিপূর্বে নাকি বেশ কয়েকবার কাজও করা হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তবে এবার এই দুর্ভোগ থেকে যাত্রীদের খানিকটা স্বস্তি দিতে চলেছে পূর্ব রেল। জানা যাচ্ছে বহুদিন ধরেই কাজ করতে থাকার কারণে কার্যকারিতা হারিয়েছে বেশ কিছু যন্ত্র। তাই এবার সেই যন্ত্রপাতি বদলে উন্নত প্রযুক্তির নতুন যন্ত্রপাতি আনতে চলেছে পূর্ব রেল।
আরও পড়ুন: বাবা হচ্ছেন ধ্রুব রাঠী! হবু সন্তানের নাম জানতেই শোরগোল নেটপাড়ায়
জানা যাচ্ছে, আমাদের দেশের অন্যতম ব্যস্ত রেল জোনের অধীনে চারটি ডিভিশনে ট্রেন চলাচল মসৃণ করতে মোট ১৪৩ টি পয়েন্ট মেশিন বদল করা হয়েছে। এর ফলে রেল লাইনের যে অংশের মাধ্যমে যাত্রী বোঝাই ট্রেনগুলি ট্রাক পরিবর্তন করে এক লাইন থেকে অন্য লাইনে যায় সেই পয়েন্ট মেশিন এবার বদল করা হবে। এই প্রক্রিয়ায় এবার থেকে নিয়ন্ত্রণ করা হবে কন্ট্রোল রুম থেকে।
পূর্ব রেলের দাবি, চারটি ডিভিশনে পুরনো ১৪৩-টি পয়েন্ট বদলের পাশাপাশি ১১০ কিমি লাইনের সিগন্যালিং তার-ও পাল্টানো হবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই আসানসোল ডিভিশনে ১৮টি পয়েন্ট, হাওড়া ডিভিশনে ১৮টি পয়েন্ট, মালদহ ডিভিশনে ১টি পয়েন্ট এবং শিয়ালদহ ডিভিশনে ৬টি পয়েন্ট পরিবর্তন করা হয়েছে।