বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) হাত ধরে নতুন ইতিহাস তৈরির পথে বাংলা। ট্রেনহীন এই শহরের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে পুরোদমে। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই যাত্রীদের যেতে হবে ভারতের এই পর্যটন শহরে। বর্তমানে সিকিম পৌঁছতে যাত্রীদের ভরসা করতে হয় সড়ক পথের উপর।
ভারতীয় রেলের (Indian Railways) নয়া আপডেট
পাহাড়ি পথ, খাদ, নদী পার করে পাড়ি জমাতে হয় এই শহরে। তবে এবার রেলপথে জুড়তে চলেছে দার্জিলিংয়ের সেবক (Sevoke) ও সিকিমের রংপো (Rangpo)। সিকিমের রংপো পর্যন্ত ট্রেন চলাচল করলে নিঃসন্দেহে গ্যাংটকের সাথেও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। তবে এই দুই শহরকে রেলপথে যুক্ত করতে বেশ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলকে।
আরোও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন? কবে থেকে টাকা পাঠাবে সরকার? ঝটপট জানুন
সেবক ও রংপোর মধ্যে ট্রেন চালানোর জন্য তৈরি করা হয়েছে ১৪ টি সুড়ঙ্গ। এগুলির মধ্যে সবথেকে দীর্ঘ সুড়ঙ্গটির দৈর্ঘ্য ৫.৩ কিলোমিটার। মোট ৪৪.৯৬ কিলোমিটারের সেবক ও রংপো ট্রেন রুটের ৩৮.৬৫ কিলোমিটার পথ যাবে সুড়ঙ্গের মধ্যে দিয়ে। তাই স্বাভাবিকভাবেই এই রেলপথ নির্মাণ নিঃসন্দেহে রেলের কাছে বড় একটা চ্যালেঞ্জ।
আরোও পড়ুন : ৫০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি, আবহাওয়ার মেগা আপডেট
সেবক-রংপো ট্রেন (Train) রুটে থাকছে ১৩ টি বড় ব্রিজ ও ৯ টি ছোট ব্রিজ। যাত্রাপথে থাকছে মোট ৫টি স্টেশন। রেল কর্তাদের আশা, আগামী ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ হবে এই প্রকল্পের কাজ। দার্জিলিংয়ের (Darjeeling) সেবক ও সিকিমের (Sikkim) রংপো রেল মানচিত্রে যুক্ত হলে আগামী দিনে যে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
রেল (Indian Railways) সূত্রে খবর, প্রথম দফায় সেবক থেকে রংপো পর্যন্ত ৪৫ কিলোমিটার অংশে শুরু হবে রেল চলাচল। দ্বিতীয় দফায় রেলপথ তৈরি হবে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত। তারপর শেষ দফায় গ্যাংটক থেকে চিন সীমান্ত লাগোয়া নাথু লা পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু করবে ভারতীয় রেল (Indian Railways)।