বাংলাহান্ট ডেস্ক : ভারতের গণপরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে রেল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের কোটি কোটি সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানোর সেরা ও নিরাপদ মাধ্যম ভারতীয় রেলওয়ে। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেলওয়েতে (Indian Railways) এসেছে একাধিক পরিবর্তন। বদল এসেছে পরিকাঠামোয়। ট্র্যাকে নেমেছে বন্দে ভারত এক্সপ্রের মতো অত্যাধুনিক প্রযুক্তির সেমি হাইস্পিড ট্রেন।
ভারতীয় রেলের (Indian Railways) নয়া নিয়ম
যাত্রী নিরাপত্তার খাতিরেও বিগত বছরগুলিতে ভারতীয় রেল (Indian Railways) নিয়েছে একাধিক বড় উদ্যোগ। তবে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য বেশ কিছু নিয়ম ভারতীয় রেলের রয়েছে যা অনেকের কাছেই অজানা। অনেকেই রয়েছেন যারা জেনে বা অজান্তেই ওয়েটিং টিকিট নিয়ে উঠে পড়েন দূরপাল্লার ট্রেনে।
আরও পড়ুন : রাঁধুনি, ড্রাইভার, কেয়ারটেকার, পড়শি….প্রত্যেকের জন্য লক্ষ লক্ষ টাকা রেখে গেছেন রতন টাটা, মিলল তথ্য
তবে এবার থেকে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করলে যাত্রীদের পড়তে হতে পারে বড় শাস্তির মুখে। ভারতীয় রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে দূরপাল্লার ট্রেনে যাত্রা করা সম্পূর্ণ বেআইনি। অনেকেই রয়েছেন টিকিট কনফার্ম না হলে, ওয়েটিং টিকিট নিয়েই নির্দিষ্ট তারিখ ও সময়ে উঠে বসেন ট্রেনে। তবে ভবিষ্যতে এই ধরনের প্রবণতা আপনাকে নিয়ে যেতে পারে বড় বিপদের সম্মুখে।
আরও পড়ুন : ঘুটঘুটে অন্ধকার! মোবাইলের আলো জ্বেলে রায় লিখলেন হাইকোর্টের বিচারপতি! নজিরবিহীন ঘটনায় শোরগোল
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে রেল যাত্রা করার সময়ে ধরা পড়লে যাত্রীকে দিতে হবে মোটা অংকের জরিমানা। ওয়েটিং লিস্টে টিকিট থাকার মানে এখনও ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীকে আসন বরাদ্দ করা হয়নি। তাই স্বাভাবিক নিয়মে ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার ক্ষেত্রে মান্যতা দেয়না রেলওয়ে কর্তৃপক্ষ।
ওয়েটিং টিকিট (Waiting Ticket) নিয়ে যাত্রা করলে যাত্রীকে পড়তে হয় শাস্তির মুখে। ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনের স্লিপার কোচে যাত্রা করার সময়ে ধরা পড়লে জরিমানা বাবদ গুণতে হবে ২৫০ টাকা। তারসাথে লাগবে ট্রেনের ভাড়া। যেখান থেকে আপনি ট্রেন সফর শুরু করেছিলেন, হিসাব অনুযায়ী সেখান থেকেই ক্যালকুলেট হবে ভাড়া।
আবার ওয়েটিং টিকিট নিয়ে এসি কোচে যাত্রা করলে যাত্রীকে জরিমানা বাবদ দিতে হবে ৪৪০ টাকা। ভ্রমণের দূরত্বের উপর নির্ভর করে জরিমানার অর্থের সাথে যুক্ত হবে ভাড়াও। তাই ট্রেন সফরকালে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়িয়ে চলতে, সর্বদা কনফার্ম টিকিট নিয়ে ট্রেন যাত্রার পরামর্শ দেয় ভারতীয় রেল (Indian Railways)।