ভারতীয় রেলের নয়া নজির! বন্দে ভারত নিয়ে এসে গেল বড় আপডেট, বেজায় খুশি যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে যাত্রী পরিষেবার ক্ষেত্রে আপামর ভারতবাসীর কাছে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রী পরিষেবা উন্নয়নের লক্ষ্যে গোটা দেশজুড়ে একের পর এক কর্মযজ্ঞ শুরু করেছে রেলওয়ে। সময়ের সাথে তাল মিলিয়ে একে একে ভারতীয় রেল ট্র্যাকে নামিয়েছে রাজধানী, শতাব্দী, তেজস, বন্দে ভারতের মতো একাধিক অত্যাধুনিক ট্রেনকে।

ভারতীয় রেলের (Indian Railways) নয়া আপডেট

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) হাত ধরে ভারতীয় রেলে (Indian Railways) সূচনা হয়েছে এক নতুন অধ্যায়ের। অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস জায়গা করে নিয়েছে রেল যাত্রীদের মনের মনিকোঠায়। কম সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই বেছে নিচ্ছেন সেমি হাইস্পিড এই ট্রেনকে।

আরোও পড়ুন : আলুর ফলনে নতুন রেকর্ড! ছোট চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ রাজ্যের

বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে এবার নতুন রেকর্ড তৈরি করল ভারতীয় রেল (Indian Railways)। পরিসংখ্যান থেকে স্পষ্ট, ২০২৪-২৫ আর্থিক বছরে বন্দে ভারতের কোচ নির্মাণের ক্ষেত্রে এসেছে নয়া গতি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস শুধুমাত্র যাতায়াতের সময় কম করা নয়, যাত্রীদের উন্নত মানের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও অপরিহার্য হয়ে উঠেছে।

আরোও পড়ুন : শৈশবে হয় পোলিও, পেট চালাতে রাস্তায় বিক্রি করতেন চুড়ি! আজ IAS হয়ে নজির গড়েছেন রমেশ

ভারতীয় রেল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণ করে থাকে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF)। এবার ৮২ তম বন্দে ভারত চেয়ার কার রেক তৈরি করে নয়া নজির সৃষ্টি করল আইসিএফ। রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) নির্মাণ সম্পন্ন হয়েছে ৮২ তম বন্দে ভারত চেয়ার কারের। খুব শীঘ্রই ট্র্যাকে নামবে নয়া এই বন্দে ভারত চেয়ার কার ট্রেন।

রেলের এক ঊর্ধ্বতন আধিকারিকের বক্তব্য, চেন্নাইয়ের আইসিএফ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৮২টি বন্দে ভারত চেয়ার কার প্রস্তুত করে ফেলেছে। আগামী ৩১ শে মার্চের মধ্যে আরও তিনটি রেক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। ৮,১৬ ও ২০ এই তিন ধরনের কোচ রেক নিয়ে ICF প্রস্তুত করছে বন্দে ভারত ট্রেন সেট। প্রসঙ্গত, বর্তমানে গোটা দেশে চলাচল করছে ১৩৬ টি বন্দে ভারত ট্রেন।

Indian Railways new update for vande Bharat Express

এগুলির মধ্যে সেন্ট্রাল রেলওয়ে ও সেন্ট্রাল সাউথ রেলওয়ের অধীনে রয়েছে ৮ টি বন্দে ভারত ট্রেন। পূর্ব উপকূল রেলওয়ে, পূর্ব মধ্য রেলওয়ে ও পূর্ব রেলওয়ের অধীনে চলাচল করছে ছটি বন্দে ভারত। পাশাপাশি ভারতের অন্যান্য রেলওয়ে ডিভিশনেও যাত্রীদের পরিষেবা দিচ্ছে বন্দে ভারত ট্রেন। আগামী দিনে বন্দে ভারত চেয়ার কার রেল যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে যে আরও খানিকটা বাড়িয়ে তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর