বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। গত বৃহস্পতিবার তিনি জানিয়েছেন যে, এবার আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্যেই ভারতে তৈরি হাইড্রোজেন চালিত ট্রেন প্রস্তুত হয়ে যাবে। ওড়িশার ভুবনেশ্বরের SOA বিশ্ববিদ্যালয়ে বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল গতিশক্তি টার্মিনালস পলিসির অধীনে রেল নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছনোর চেষ্টা করছে। দুরন্ত গতিতে চলছে এই কাজ।
পাশাপাশি রেলমন্ত্রী আরও বলেন, “হাই-স্পিড বন্দে ভারত ট্রেনগুলিকে ভারতে দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং এই ট্রেনগুলি গত দুই বছর ধরে কোনো বড় ধরণের ত্রুটি ছাড়াই চলছে।” তিনি জানান, এই জাতীয় আরও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আইসিএফ-এ তৈরি করা হচ্ছে এবং শীঘ্রই সেগুলির পরিষেবা শুরু করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বন্দে ভারত ট্রেন।
এখনও পর্যন্ত শুধুমাত্র জার্মানিই তৈরি করেছে এটি: প্রসঙ্গত উল্লেখ্য যে, এখনও পর্যন্ত শুধুমাত্র জার্মানিই হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করেছে। ইতিমধ্যেই চলতি বছর জার্মানি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের প্রথম পর্যায়টি চালু করেছে। ফরাসি কোম্পানি আলস্টম ৯২ মিলিয়ন ডলার ব্যয়ে মোট ১৪ টি ট্রেন তৈরি করেছে।
এদিকে এর আগে, ট্রেন এবং ট্র্যাক ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেছিলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র ট্রেন তৈরি করা নয়। পাশাপাশি, আমরা ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেমেও কাজ করছি, যাতে সেমি হাই স্পিড ট্রেন চালানো যায়। বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানে আমরা দেখিয়েছি যে ১৮০ কিলোমিটার বেগে চলমান একটি ট্রেনে একটি জল ভর্তি গ্লাস রাখা হয়েছিল এবং সেটি একটুও নড়েনি। যা সমগ্ৰ বিশ্বকে অবাক করেছে।”
৭২ টি বন্দে ভারত ট্রেনের উৎপাদন শুরু হবে: বৈষ্ণব আরও জানিয়েছেন যে, বন্দে ভারত-এর সফল ট্রায়াল রানের পর বাকি ৭২ টি ট্রেনের উৎপাদন দ্রুত শুরু করা হবে। তিনি বলেন, “তৃতীয় বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এটি ৫২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে সক্ষম হবে। যেখানে বুলেট ট্রেন এই গতি ৫৫ সেকেন্ডে তুলতে পারে। এদিকে, প্রথম প্রজন্মের বন্দে ভারত ট্রেনগুলি ৫৪.৬ সেকেন্ডের মধ্যে এই গতি তুলতে পারে এবং ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে চলতে পারে।” উল্লেখ্য যে, বর্তমানে দু’টি বন্দে ভারত ট্রেন চলছে। একটির রুট হল নতুন দিল্লি থেকে বারাণসী এবং অন্যটি নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত চলাচল করে।