টিকিট বুকিংয়ের নিয়ম বদল করলো IRCTC, ভ্রমণের আগে জেনে নিন নাহলে পড়তে পারেন সমস্যায়

বাংলা হান্ট ডেস্ক : আপনি যদি ট্রেনে ভ্রমণ করে থাকেন, তবে এই খবরটি আপনার কাজে লাগবে। আজকাল বেশিরভাগ মানুষ অনলাইনে টিকিট বুক করেন, এমন পরিস্থিতিতে পরিবর্তিত নিয়ম সম্পর্কে আপনার সচেতন হওয়া জরুরি। আসলে, আইআরসিটিসি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করার নিয়ম পরিবর্তন করেছে। রেলওয়ের পরিবর্তিত নিয়ম অনুযায়ী, টিকিট বুকিংয়ের জন্য আপনাকে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে। মোবাইল এবং ই-মেল আইডি যাচাইকরণ প্রয়োজন।

IRCTC-এর মতে, এখন ব্যবহারকারীদের অনলাইন টিকিট বুক করার আগে মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি যাচাই করিয়ে নিতে হবে। ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর যাচাই না করে আপনি অনলাইনে টিকিট বুক করতে পারবেন না। আসলে, লক্ষাধিক IRCTC অ্যাকাউন্ট রয়েছে, যারা করোনার পর থেকে অনলাইনে টিকিট বুক করেনি। আপনিও যদি দীর্ঘদিন ধরে অনলাইনে টিকিট বুক না করে থাকেন, তাহলে আপনার জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। এখন টিকিট বুক করার জন্য আপনাকে প্রথমে ভেরিফিকেশন করতে হবে। আসুন জেনে নেই এর প্রক্রিয়া…

কিভাবে মোবাইল এবং ই-মেইল ভেরিফিকেশন করবেন:

IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে যান এবং ভেরিফিকেশন উইন্ডোতে ক্লিক করুন। এখন এখানে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি লিখুন। উভয় তথ্য দেওয়ার পর, যাচাই বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর, আপনার মোবাইলে OTP আসবে, সেটি লিখুন । ই-মেইল আইডিতে প্রাপ্ত কোডটি লেখার পর, আপনার মেইল ​​আইডিটিও একই ভাবে ভেরিফিকেশন করা হবে।Untitled design 2022 06 11T110955.334

রেলওয়ে আইআরসিটিসি অ্যাকাউন্টের একটি ইউজার আইডিতে এক মাসে বুক করা টিকিটের সর্বোচ্চ সীমা 12 থেকে বাড়িয়ে 24 করেছে। আপনি আধার লিঙ্কযুক্ত ইউজার আইডি দিয়ে প্রতি মাসে 24 টি টিকিট বুক করতে পারেন। আগে এই সংখ্যা ছিল 12। যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তবে আপনি 12 টি টিকিট বুক করতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর