উপরে স্টেশন, নিচ বয়ে চলেছে নদী! জানুন অবিশ্বাস্য এই রেল স্টেশনটি ভারতের কোথায় অবস্থিত

বাংলাহান্ট ডেস্ক : দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য ট্রেনই (Train services) আজও ভারতবাসীর কাছে সবচেয়ে সহজলভ্য এক পথ। তুলনামূলক স্বল্পমূল্যে সবচেয়ে আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে আজও ট্রেনের জুড়ি মেলা ভার। ট্রেন জার্নি প্রতিটা মানুষের কাছে ঠিক যতটা রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে ঠিক ততটাই আকর্ষণ করে ট্রেনসফরের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি স্টেশনের (Station) কাহিনীও। দেশের নানান প্রান্তে গড়ে ওঠা এক একটি স্টেশন কে ঘিরে থাকে হরেক রকম গল্প।

আজ এমন এক স্টেশনের কথা বলবো যেটি একদম অনন্য। এটি এমন একটি স্টেশন যার নিচে বয়ে গেছে আস্ত একটি নদী (River)। হ্যাঁ, ঠিকই পড়েছেন আপনারা। স্টেশনের নিচ দিয়ে বইছে একটি নদী। আমরা যখন ট্রেন যাত্রা করি আমরা মাঝে মধ্যেই ট্রেনের নিচ দিয়ে নদী বয়ে যেতে দেখি। কিন্তু এখানে একটি স্টেশনের নিচে রয়েছে একটি নদী। এটি অসমে (Assam) অবস্থিত নিউ বনগাইগাঁও স্টেশন (New Bongaigaon Station)।

কামরূপ অথবা সরাইঘাট এক্সপ্রেসে করে যদি ঘোরা হয়, তাহলে চোখে পড়বে এই ছবি এবং যাওয়া যাবে এই স্টেশনে। এই স্টেশনটি আঞ্চলিক তুনিয়া নদীর ওপর গড়ে উঠেছে। নদীটির ওপরে প্রথমে ব্রিজ তৈরী করা হয়েছে এবং তারপর এই ব্রিজের ওপরেই তৈরী হয়েছে এই স্টেশন। তবে, যেটা সুবিধা সেটা হলো এই নদীতে জলের প্রবাহ নেই বললেই চলে।

New Bongaigaon Station

জানা গিয়েছে, বর্ষাকাল ছাড়া নদীতে জল হয় না। এবং স্থানীয় লোকজনেরা এবং যাত্রীরা নদীর জলে প্রায়ই ময়লা আবর্জনা ফেলেন, যেটা একদম ঠিক কাজ নয়। তাই এই স্টেশনটিকে রক্ষা করা সাধারণ জনগণের দায়িত্ব এবং এটি নিঃসন্দেহে একটি অসাধারণ পর্যটন ক্ষেত্র, যা অহমিয়া তথা ভারতীয়দের কাছে একটি গর্বের বিষয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর