বাংলাহান্ট ডেস্ক : হাওড়ায় (Howrah) লোকাল ট্রেন লাইনের রক্ষণাবেক্ষনের কাজ শুরু হওয়ায় যাত্রীদের হাল বেহাল হতে চলেছে। এর ফলে সোমবার থেকেই বারুইপাড়া, চন্দনপুর বিভাগে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল দপ্তর। তবে এর ফলে যে শুধু লোকাল ট্রেনের যাত্রীদের সমস্যা হবে তা নয় বাধাপ্রাপ্ত হতে চলছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা।
রেল সূত্রে খবর, এই ১১ দিন অর্থাৎ ৭ই থেকে ১৭ই নভেম্বর কিছু সংখ্যক EMU লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ৩৬৮১১ আপ হাওড়া- বর্ধমান লোকাল। এছাড়াও ডাউন ৩৬৮১২ বর্ধমান- হাওড়া লোকাল ট্রেনটি বন্ধ থাকবে। তাছাড়া, হাওড়া- চন্দনপুর বিভাগের বেশ কটি ট্রেন যেমন, হাওড়া- চন্দনপুর আপ ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ এবং উল্টোদিকে চন্দনপুর- হাওড়া ডাউন ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮, এই ট্রেনগুলি দেখভালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল দপ্তর।
অন্যদিকে হাওড়া- মসাগ্রাম লাইনের লোকাল ট্রেনটি, যার নম্বর আপ ৩৬০৮১ সেটিও বন্ধ থাকবে এই কদিন। তবে রেল সূত্রের খবর এই ট্রেনটি রবিবার দিন চলবে। আবার মসাগ্রাম- হাওড়া ডাউন লাইনের ৩৬০৮২, ৩৬০৮৪ , ৩৬০৮৬, ৩৬০৮৮ এই ট্রেনগুলিও বন্ধ থাকছে। কিন্তু রেল সূত্রে আবারও খবর যে শনিবার আর রবিবার এই ট্রেনগুলি চালানো হবে।
অন্যদিকে, আপ হাওড়া- বারুইপাড়া ৩৬০৮৩, ৩৬০৮৫,৩৬০৮৭ লাইনের ট্রেনগুলিও বন্ধ, কিন্তু শনিবার এই ট্রেনগুলি চলবে। আবার ডাউন বারুইপাড়া- হাওড়া ডাউন ৩৬০৮৪, ৩৬০৮৬, ৩৬০৮৮ ট্রেনগুলিও বাতিল হয়েছে। হাওড়া- গুড়াপ আপ ৩৬০৭১ এবং ডাউন গুড়াপ- হাওড়া ৩৬০৭২ লাইনের ট্রেনগুলিও বন্ধ থাকবে ৭ থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত।
এর পাশাপাশি, শিয়ালদা- বারুইপাড়া লাইনেও এর প্রভাব রয়েছে। ৩২৪১১,৩২৪১৩ নম্বরের ট্রেনগুলি শিয়ালদহ – বারুইপাড়া রুটে বাতিল থাকছে। ডাউনের ক্ষেত্রে বারুইপাড়া – শিয়ালদা লাইনে ৩২৪১২,৩২৪১৪ নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। ফলে শিয়ালদহ – বারুইপাড়া রুটের যাত্রীরাও বিপাকে পড়বে।
পূর্ব রেল দপ্তর আরও জানিয়েছে যে, এক্সপ্রেস ট্রেনগুলিকে ব্যান্ডেল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হবে। এর মধ্যে রয়েছে ১১ তারিখের ১২৩২৮ ডাউন দেরাদুন– হাওড়া উপাসনা এক্সপ্রেস ১৬ তারিখের ডাউন দেরাদুন– হাওড়া কুম্ভ এক্সপ্রেস প্রভৃতি ট্রেনগুলি।