প্রথম কলকাতা-আগরতলা এক্সপ্রেসের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি! এই দিন থেকে শুরু হবে পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) উদ্বোধন করলেন প্রথম কলকাতা-আগরতলা এক্সপ্রেসের (Kolkata-Agartala Express)। এদিকে, এই ট্রেন ছাড়াও বৃহস্পতিবার আগরতলা থেকে আরও একটি দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করেন তিনি। প্রাপ্ত খবর অনুযায়ী, আগরতলা-খংসাং জনশতাব্দী এক্সপ্রেসের উদ্বোধনও করেন রাষ্ট্রপতি।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত দুই দিনের সফরে বুধবার আগরতলা পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমতাবস্থায়, এই উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরার পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায় সহ অন্যান্যরা।

এদিকে, এতদিন যাবৎ গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত এই ট্রেনটির পরিষেবা চালু থাকলেও এবার থেকে সেটি আগরতলা পর্যন্ত চলবে। অন্যদিকে, আগরতলা থেকে জনশতাব্দী এক্সপ্রেস মণিপুরের খংসাং পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে এই দু’টি ট্রেন।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই আগরতলা-খংসাং জনশতাব্দী এক্সপ্রেসের রুট সম্প্রসারণের জন্য জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত নতুন লাইন তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, ওই লাইনে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হওয়ার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। এমনকি, যাতায়াতের সময়েও একধাক্কায় অনেকটাই কমে যাবে। সর্বোপরি, নতুন কোচগুলিতে হফমেন বুশ কোচ এবং একটি ভিস্টাডোম কোচ লাগানো হয়েছে। এমতাবস্থায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ভিস্টাডোম কোচটি ঘুরে দেখেন। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবার এই দু’টি ট্রেন চলবে।

Agartala Kolkata Express

এদিকে, কলকাতা-আগরতলা এক্সপ্রেস ট্রেনটিতে একটি এসি ফার্স্ট ক্লাস, একটি এসি-২ টিয়ার, পাঁচটি এসি-৩ টিয়ার, ছয়টি স্লিপার ক্লাস, একটি করে জেনেরাল ক্লাস ও সেকেন্ড ক্লাস সহ দুইটি GSLR কোচ রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অপরদিকে, আগরতলা খংসাং জনশতাব্দী এক্সপ্রেসে একটি ভিস্টাডোম, একটি এসি চেয়ার কার, চারটি নন-এসি চেয়ার কার, একটি লাগেজ কাম পাওয়ার কার ও একটি গার্ড কাম লাগেজ কোচ রয়েছে। ট্রেনটি ভোর ৬ টায় আগরতলা থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি, দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি খংসাং পৌঁছে যাবে। এদিকে, ফেরার সময় ট্রেনটি খংসাং থেকে দুপুর ২ টো ৪০ মিনিট নাগাদ ছেড়ে আগরতলা স্টেশনে রাত ১০ টায় পৌঁছবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর