ট্রেনের একটি টিকিটে বহন করা যায় এত পরিমাণ লাগেজ! বেশি হলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের প্রত্যেকের কাছেই যাতায়াতের মাধ্যম হিসেবে রেলপথ (Indian Railway) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত, অন্যান্য গণপরিবহণের তুলনায় ট্রেনে চলাচলের ক্ষেত্রে খরচ অত্যন্ত কম হয়। পাশাপাশি, দূরপাল্লার যাত্রার ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। আর সেই কারণেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যাচ্ছেন নিজেদের গন্তব্যে। এদিকে, বর্তমান সময়ে দেশজুড়ে ইতিমধ্যেই উৎসবের মরশুম (Festive Season) পুরোদমে শুরু হয়ে গিয়েছে।

পাশাপাশি, আর মাত্র কয়েকটা দিন পরেই মহাসমারোহে সম্পন্ন হতে চলেছে দীপাবলি এবং ছটপূজা। এই সময়টাতে বাইরে কর্মরত মানুষেরা বাড়ি ফেরার পরিকল্পনা করেন। তাই, প্রতিটি স্টেশনেই বাড়তি ভিড় পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, আপনি কি জানেন একজন যাত্রী তাঁর সাথে ট্রেনে কত পরিমান লাগেজ বহন করতে পারেন? এমনকি, ট্রেনে চেকিংয়ের সময় যদি আপনার কাছে নির্ধারিত সীমার চেয়ে বেশি লাগেজ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার জরিমানা পর্যন্ত হতে পারে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

   

প্রথমেই জানিয়ে রাখি যে, ট্রেনে স্লিপার কোচ, টায়ার-২ কোচ এবং ফার্স্ট ক্লাস কোচে লাগেজ বহনের ক্ষেত্রে ভারতীয় রেল কর্তৃক নিয়ম নির্ধারণ করা রয়েছে। অর্থাৎ, আপনি সংশ্লিষ্ট কোচগুলিতে শুধুমাত্র একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পণ্য বহন করতে পারবেন। মূলত, আপনার টিকিট অনুযায়ী লাগেজ বহনের ওজন নির্ধারণ করা হয়। এদিকে, ওই ওজনের চেয়ে বেশি পরিমানে লাগেজ বহন করলে মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী একটি স্লিপার কোচে ৪০ কেজি পর্যন্ত জিনিসপত্র বহন করতে পারেন। এদিকে, যদি দু’জন যাত্রী থাকেন, সেক্ষেত্রে ৮০ কেজি পর্যন্ত লাগেজ বহন করা যাবে। অপরদিকে, টায়ার ২ কোচে একজন যাত্রী ৫০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন। তবে, ফার্স্ট ক্লাস কোচে এই পরিমান আরও বেড়ে যায়। যাঁরা ফার্স্ট ক্লাস কোচে ভ্রমণ করেন তাঁরা ৭০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। যার ফলে, এর চেয়ে বেশি মালপত্র কোনো যাত্রী বহন করতে পারবেন না।

luggage scene1 low res

জেনে নিন জরিমানার পরিমান: যদি কোনো যাত্রী ট্রেন সফরের সময় নির্ধারিত ওজনের চেয়ে বেশি জিনিসপত্র বহন করেন, সেক্ষেত্রে তাঁকে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য ৬০০ টাকারও বেশি জরিমানা দিতে হতে পারে। মূলত, এই জরিমানাটি দূরত্বের ভিত্তিতে নির্ধারিত হয়। এমতাবস্থায়, বেশি লাগেজ থাকলে সেটি লাগেজের বগিতে জমা করতে হবে এবং সেই অনুযায়ী টাকা দিতে হবে। সর্বোপরি, এটা না করলে ওই যাত্রীকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর