বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে যে ট্রেনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই এই অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেনটি যাত্রীদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আপাতত দেশে ২০ টিরও বেশি রেলপথে (Indian Railways) চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি, আমাদের রাজ্যেও সফর শুরু করেছে তিনটি বন্দে ভারত।
মূলত, এই ট্রেনের মাধ্যমে দ্রুত গতিতে চেয়ার কারে ভ্রমণের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। যেখানে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিতে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে, বন্দে ভারত এক্সপ্রেসে সফরের ক্ষেত্রে ভাড়ার পরিমাণ সাধারণ ট্রেনের তুলনায় অনেকটাই বেশি হয়। এমতাবস্থায় নিম্নবিত্তদের এই ট্রেনে চড়ার আগে বারংবার ভেবে দেখতে হয়। যদিও, এবার একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রেল।
ইতিমধ্যেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, সাধারণ মানুষের কথা ভেবে তাঁদের সাধ্যের মধ্যে এবার বন্দে ভারতের আদলেই বন্দে সাধারণ চালু করবে রেল। পাশাপাশি, ওই ট্রেনগুলির প্রসঙ্গে বিস্তারিত তথ্যও সামনে এসেছে। জানা গিয়েছে, ট্রেনের কোচগুলি নন-এসি হওয়ার পাশাপাশি সেগুলিতে স্লিপার ক্লাসের আসনও থাকবে। মূলত, দূরপাল্লার যাত্রার জন্য তৈরি করা হবে এই ট্রেনগুলি।
এদিকে, প্রতিটি বন্দে সাধারণ ট্রেনে থাকবে ২৪ টি করে কোচ। পাশাপাশি, ট্রেনের সামনে ও পিছনে দু’টি ইঞ্জিন থাকবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বন্দে ভারতের মতোই অত্যাধুনিক সুযোগ-সুবিধা মিলবে বন্দে সাধারণ ট্রেনেও। এছাড়াও, এই ট্রেন অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় থেকে দ্রুত গতিতে ছুটবে বলেও অনুমান করা হচ্ছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে, বন্দে সাধারণ ট্রেনে বায়ো ভ্যাকুয়াম টয়লেট থাকবে। এছাড়াও, প্রতিটি আসনের সঙ্গে থাকবে একটি করে চার্জিং পয়েন্ট। পাশাপাশি, প্রতিটি কোচে সিসিটিভি ছাড়াও দরজাগুলি স্বয়ংক্রিয় হবে। শুধু তাই নয়, এই প্রথম কোনো নন-এসি ট্রেনে স্বয়ংক্রিয় দরজা এবং সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। তবে, এই ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের মতোই হবে বলে অনুমান করা হচ্ছে।
এছাড়াও, আরও জানা গিয়েছে যে, চেন্নাইয়ের ইন্ডিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হবে এই নন-এসি বন্দে সাধারণ ট্রেন। যেগুলি তৈরি করতে আনুমানিক ৬৫ কোটি টাকা খরচ হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে চেন্নাইয়ের এই ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে বন্দে ভারত ট্রেনগুলি। যেগুলি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।