মাধ্যমিক পাশেই এবার হয়ে যাবে গ্রুপ ডি’র চাকরি! সুবর্ণ সুযোগ রেলে, এই তারিখেই শেষ আবেদন

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো। নর্দার্ন রিজিয়নে স্পোর্টস কোটায় প্রার্থীদের জন্য গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস করলেই মিলবে এই চাকরি। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তবে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। এই প্রতিবেদন থেকেই জেনে নিন আবেদনের নিয়ম থেকে শুরু করে বেতন কাঠামো সবকিছুই। খেলার জন্য বিভিন্ন শূন্য পদ রয়েছে এখানে। তাই খেলা অনুসারে শূন্য পদ কত সেটা জানার জন্য অফিশিয়াল নোটিশ অবশ্যই পড়ে নিন।

পদের নাম:- Football-Men, Weight lifting-Men, Athletics-Women, Athletics-Men, Boxing- Men, Boxing -Women, (Swimming-Men) Aquatics, Table Tennis-Men, Hockey-Men, Hockey-Women, Badminton-Men, Kabaddi-Women, Kabaddi -Men, Wrestling- Men, Wrestling -Women, Chess-Men এই সকল গ্রুপ ডি নিয়োগ হবে।

আরোও পড়ুন : প্রথা, আচার ছাড়া হিন্দু বিবাহ অবৈধ! সাফ জানাল শীর্ষ আদালত

শূন্যপদের সংখ্যা:-মোট ৩৮ টি শুন্য পদ রয়েছে।

প্রয়োজনীয় যোগ্যতা:- এই চাকরির জন্য আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীদের স্পোর্টস বা খেলাধুলায় যোগ্যতা থাকতে হবে। Basket Ball (Men), Hockey (Men), Hockey (Women) এবং Wrestling Men (Free Style) থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেগুলিতে পদক বাধ্যতামূলক প্রার্থীদের। সেই সঙ্গে মাধ্যমিক পাস এবং কম্পিউটারেও দক্ষ হতে হবে।

আরোও পড়ুন : CBSE দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ কবে? জানানো হলো দিনক্ষণ

বয়সসীমা:- ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন স্পোর্টস কোটায়।

মাসিক বেতন:-এখানে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে Level 1- GP 1800 হিসেবে।

নিয়োগ পদ্ধতি:- মূলত ফিজিক্যাল ফিটনেস এবং যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ করা হবে।

Recruitment Job opportunities in this central organization only after graduation

এবার জেনে নিন কিভাবে আবেদন করবেন:- এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। www.rrcnr.org এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্রটি নিজের প্রয়োজনীয় সব তথ্য দিয়ে পূরণ করে নিন। পাশাপাশি যে সকল নথিপত্র সেখানে চাওয়া হয়েছে তার ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তারপরেই ফর্মটি সাবমিট করুন।

আবেদন মূল্য:- জেনারেল ক্যাটাগরির যারা প্রার্থী তাদের জন্য আবেদন মূল্য থাকছে ৫০০ টাকা। SC/ST/EWS/WOMEN/PWD দের ক্ষেত্রে থাকছে ২৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ:- ১৬/০৫/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর