অবিশ্বাস্য! মাত্র ১ টি টিকিটে ৫৬ দিন ধরে চড়তে পারবেন ৮ টি ট্রেন, রেলের এই সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে রাত, সবসময় নিয়মিতভাবে গন্তব্যে যাত্রী পরিবহণ করে চলেছে ট্রেন (Indian Railways)। একের পর এক শহরের বুক চিরে যাত্রীদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তার দিকটিও সামগ্রিকভাবে মাথায় রাখা হয়। তবে, ট্রেনে চড়লে একটি টিকিটে একবারই যাওয়া যায়। কিংবা বড়জোর মান্থলি করে একমাস সেই টিকিটের মাধ্যমে যাতায়াত করা যায়। তার বেশি নয়। তবে আজ এমন এক টিকিটের কথা বলবো যার দ্বারা এক মাস না দেড় মাসেরও বেশি ঘোরা যায়।

দুর্দান্ত পরিষেবা রেলের (Indian Railways):

রেলের (Indian Railways) এমন পরিষেবার কথা অনেকেরই অজানা। শুধু তাই নয়, এই টিকিটের মাধ্যমে কিলোমিটারের পর কিলোমিটার যাত্রা করা যায়। তাতে না লাগে কোনও জরিমানা, আর না লাগে কোনও একস্ট্রা চার্জ। ভারতীয় রেলেই রয়েছে এমন সুব্যবস্থা। বিশ্বাস নাহলেও একথাই সত্যি।

কি সেই ট্রেনের পরিষেবা যার মাধ্যমে এত সুবিধা পাওয়া যায়: মূলত, এই অভাবনীয় ব্যবস্থার নাম হচ্ছে সার্কুলার জার্নি। খুব কম খরচে এই সার্কুলার জার্নির ব্যবস্থা রয়েছে ভারতীয় রেলে (Indian Railways)। এর মাধ্যমে একবার টিকিট কাটলেই ৫৬ দিন ঘুরতে পারবেন। আর আপনাকে বার বার টিকিট কাটতে হবে না। এমনকি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনই এসেই আপনার যাত্রা শেষ হবে। কোনও বিধিনিষেধ ছাড়া ভিন্ন রুটেও ঘুরে বেড়াতে পারবেন।

Indian Railways one ticket Riding one train.

তবে এই টিকিট কাটা হয় তীর্থযাত্রীদের ক্ষেত্রে কিংবা পর্যটনের ক্ষেত্রে। ধরুন দিল্লি থেকে জম্মু কাশ্মীর যাত্রা করছেন। তাহলে জম্মু কাশ্মীর ঘুরে ওই একটা টিকিট ফের আপনাকে দিল্লি পৌঁছে দেবে। এই টিকিটের মাধ্যমে একসঙ্গে ৮ টি ভিন্ন স্টেশন থেকে ট্রেনে ভ্রমণ করতে পারেন। তাতেও কোনও সমস্যায় পড়তে হবে না। শুধু তাই নয়, একই সঙ্গে ৮ টি ট্রেনে ঘোরার সুবিধাও রয়েছে। টানা ৫৬ দিনের একটা লং ট্রিপ হয়ে যাবে এক টিকিটেই।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় কোন প্লেয়ারের সাথে লড়াই করেছেন রোহিত? রাখঢাক না রেখেই জানালেন আকাশ চোপড়া

এই ট্রেনের টিকিটের আরও বিশেষ কিছু সুবিধা রয়েছে। সার্কুলার টিকিট যে কোনও ক্লাসে ভ্রমণের জন্য বুক করা যায়। তবে টিকিট কাটার সময় আপনাকে জানাতে হবে আপনি ঠিক কোন রুটে ভ্রমণ করতে চান। অর্থাৎ আপনাকে জানাতে হবে ভ্রমণ কিংবা যাতায়াতের সময় কোন কোন জায়গা দেখতে চান। সেই অনুযায়ী, একটি রুট নির্দেশিকা বিবেচনা করে তারপর সার্কুলার টিকিট দেবে রেল (Indian Railways)। তবে মনে রাখবেন, সরাসরি কাউন্টার থেকে এই টিকিট কিন্তু কিনতে পারবেন না। টিকিটের জন্য আপনাকে অবশ্যই একটি আবেদন করতে হবে।

আরও পড়ুন: ১০ বছর পূর্ণ করল “মেক ইন ইন্ডিয়া” কর্মসূচি! “বিকশিত ভারত” গড়ার লক্ষ্যে বড় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

এরপর যে স্টেশন থেকে গন্তব্য শুরু হবে সেখানকার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের সঙ্গে আপনাকে সরাসরি কথা বলে নিতে হবে। সেখানের স্টেশনের আধিকারিকরাই আপনার টিকিটের কেমন কি ভাড়া সমস্ত কিছু জানিয়ে দেবে। এরপর স্টেশনের কাউন্টার থেকে টিকিট কিনে নিয়ে রিজার্ভেশন অফিসে যোগাযোগ করুন। ব্যাস সেখান থেকে সহজেই সিট বুক করতে পারবেন। এর ফলে আপনি সহজেই নিজের মনের মতো জায়গাও ঘুরে আসতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর