স্টেশন থেকে ২০ কিমি দূরে থাকলেও কাটতে পারবেন টিকিট, যাত্রীদের সুবিধার্থে নিয়ম বদলাল রেল

বাংলাহান্ট ডেস্ক : আপনি যদি দীর্ঘ লাইন দেওয়ার ঝক্কি বাদ দিয়েই টিকিট কিনতে চান, তাহলে ইউটিএস মোবাইল অ্যাপ (UTS) অসংরক্ষিত ট্রেনের টিকিট কেনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। এর মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট এবং সিজন টিকেট বুকিং করা যায়। সম্প্রতি রেল যাত্রীদের জন্য স্বস্তির খবর এসেছে। রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে যাত্রীরা স্টেশনের ২০ কিলোমিটার দূর থেকে ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন । শহরতলী এলাকায় এ দূরত্ব বেড়ে হয়েছে ৫ কিলোমিটার।

আগে কি নিয়ম ছিল? এর আগে যাত্রীরা মোবাইল অ্যাপে অসংরক্ষিত টিকিট বুকিং সিস্টেম ইউটিএস-এর মাধ্যমে শুধুমাত্র ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে টিকিট বুক করতে পারতেন। যেখানে, শহর বিভাগের জন্য মোবাইল অ্যাপে UTS-এর মাধ্যমে টিকিট বুকিংয়ের দূরত্ব সীমা ছিল ২ কিমি। অসংরক্ষিত টিকিট বুকিং সিস্টেম সম্পর্কিত বিশদ বিবরণ জানতে লগইন করতে পারেন www.utsonmobile.indianrail.gov.in এ।

images 2 4

ইউটিএস অ্যাপের সুবিধা কী কী? সবচেয়ে বড় সুবিধা হলো টিকিট কিনতে লাইনে দাঁড়াতে হবে না। এটি একটি কাগজবিহীন সিস্টেম এবং পরিবেশ বান্ধব। অ্যাপ থেকে বুক করা টিকিট ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন মোডে TTE-কে দেখানো যেতে পারে। আপনি যদি শেষ মুহুর্তে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই অ্যাপটি খুব সহায়ক হতে পারে। এই অ্যাপটি সম্পূর্ণ ক্যাশলেস লেনদেন করে থেকে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট-ক্রেডিট কার্ড, ওয়ালেট ইত্যাদি সহ সমস্ত পেমেন্ট মোড সমর্থন করে এই অ্যাপটি। অন্যদিকে, রেল ওয়ালেট ব্যবহারকারী যাত্রীরা কিছু ছাড়ও পান টিকিট কাটার সময়ে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর