বাংলাহান্ট ডেস্ক: ‘ঝক ঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে অই, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই?’ কবি শামসুর রাহমানের ‘ট্রেন’ কবিতার কয়েকটা লাইনেই যেন ভারতের ট্রেন’পৌরে’ জীবনের জলছবি ফুটে ওঠে নিখুঁত ভাবে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী গন্তব্যে পৌঁছানোর ‘একান্ত আপন’ মাধ্যম হিসেবে বেছে নেন ভারতীয় রেল ব্যবস্থাকে।
ভারতীয় রেলের (Indian Railways) প্রতি টিকিট থেকে আয়
কালক্রমে জাতি-ধর্ম-শ্রেণী নির্বিশেষে ভারতীয়দের কাছে ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে রেল ব্যবস্থা। রেলের একটি পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে প্রায় আড়াই কোটি মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন রেল ব্যবস্থাকে। তবে আড়াই কোটি মানুষ ট্রেনে চাপলেও যে সবাই টিকিট কাটেন তেমনটা কিন্তু নয়।
আরও পড়ুন : সর্ষের মধ্যেই ভূত! ভারতে বসে গগনযান মিশনের গোপন তথ্য ফাঁস পাকিস্তানের কাছে, তারপরে যা হল….
বিশেষ করে লোকাল ট্রেনে ‘টিকিট হীন’ যাত্রীর সংখ্যা অসংখ্য। রেলের তথ্য অনুযায়ী, ভারতীয় রেল প্রতিদিন গড়ে দেড় কোটির কাছাকাছি টিকিট বিক্রি করে থাকে। অঙ্কের হিসাবে প্রতিদিন প্রায় এক কোটি যাত্রী টিকিট ছাড়াই বেআইনিভাবে সফর করেন ট্রেনে। বেআইনি ‘টিকিট হীন’ যাত্রী চিহ্নিত করতে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
আরও পড়ুন : মানতে হবে নিয়ম! ভারতের বাজারে এন্ট্রির আগে মাস্কের জন্য একাধিক শর্ত সরকারের
স্টেশনে স্টেশনে বিশেষ ক্যাম্প করে চলে ‘টিকিট হীন’ যাত্রী ধরার কাজ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, প্রতিদিন গড়ে যে দেড় কোটি টিকিট ভারতীয় রেল বিক্রি করে থাকে, সেখান থেকে টিকিট পিছু ঠিক কত টাকা আয় হয় রেল কর্তৃপক্ষের? যদি কোনও যাত্রী ১০ বা ২০ টাকার টিকিট কাটেন, তাহলে রেলের কোষাগারে কত টাকার লভ্যাংশ ঢোকে?
এইভাবে লোকাল ট্রেনের টিকিট পিছু লাভের অঙ্ক কষা সত্যিই খুব কঠিন। ট্রেনের ভাড়া অঞ্চল বা শহর বিশেষে হয়ে থাকে ভিন্ন। উদাহরণস্বরূপ বলা যায়, মুম্বাই শহরে ৪০ কিলোমিটার রেল পথ পাড়ি দিতে যাত্রীদের কাটতে হয় ২০ টাকার টিকিট। আবার কলকাতার যাত্রীদের সেই একই পরিমাণ পথ অতিক্রম করতে খরচ হয় ১৫ টাকা।
তবে ধারণা করা যায়, টিকিট কাটা যাত্রী পিছু গড়ে ভারতীয় রেল (Indian Railways) আয় (Income) করে থাকে ৪০ থেকে ৫০ টাকা। আবার দূরপাল্লার ট্রেনে আয়ের অঙ্কটা সামান্য ভিন্ন। ভারতীয় রেলের (Indian Railways) যাত্রী পিছু গড়ে ৫০০ টাকা মতো আয় হয়ে থাকে দূরপাল্লার বিলাসবহুল ট্রেনগুলির ক্ষেত্রে।