স্বরূপনগর-মছলন্দপুর রেলপথ নিয়ে বড় পদক্ষেপ রেলের! কবে থেকে শুরু কাজ?

বাংলা হান্ট ডেস্ক: বহু বছর ধরে আটকে রয়েছে মছলন্দপুর থেকে স্বরূপনগর (Machlandpur-Swarupnagar) পর্যন্ত রেলপথ তৈরির কাজ। যাতায়াতের সুবিধার জন্য বছরের পর বছর ধরে স্বরূপনগর ব্লকের মানুষজন দাবি করে আসছেন এই এলাকায় রেলপথ তৈরি করার জন্য। একটা সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন স্বরূপনগর-মছলন্দপুর রেলপথ তৈরির কথা।

ভারতীয় রেলের (Indian Railways) মছলন্দপুর থেকে স্বরূপনগর রেল ট্র্যাক

সেসময় এলাকায় জমি মাপজোক করার কাজও শেষ করেছিল ভারতীয় রেল (Indian Railways)। এমনকি রেলপাড়ের কিছু মানুষকে সেসময় পুনর্বাসনও দেওয়া হয়েছিল। কিন্তু রেল পথ তৈরির কাজ শুরু হলেও পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী না থাকায় এই কাজ আর এগিয়ে নিয়ে যায়নি কেন্দ্রীয় সরকার। এতদিনে এলাকাবাসী প্রায় ভুলতেই বসে ছিলেন স্বরূপনগর বাদুড়িয়া ব্লকের রেল পথ (Indian Railways) তৈরীর কথা।

   

রোজকার যাতায়াতের সময় এই এলাকার মানুষ যে চরম ভোগান্তির শিকার হন তাতে এই এলাকায় রেল ব্যবস্থা চালু হলে বহু মানুষের যাতায়াতের সুরাহা হবে। এই এলাকায় এখনও পর্যন্ত কোনো রেলপথ না থাকায় দুটো টোটো পাল্টে তারপর মছলন্দপুর স্টেশনে পৌঁছাতে হয় স্বরুপনগরের বাসিন্দাদের। যার ফলে খরচের পাশাপাশি  সময় যেমন বেশি লাগে তেমনি ভোগান্তিও হয় অনেক।

আরও পড়ুন: রণজয়ের সঙ্গে প্রেমে সিলমোহর! Didi No 1-র মঞ্চে সিক্রেট ফাঁস ‘গুড্ডি’ শ্যামোপ্তির

তাছাড়া কলকাতা থেকে ফেরার সময় অনেক রাত হয়ে গেলে মছলন্দপুর থেকে আর বাসও পাওয়া যায় না। কিন্তু যদি এই এলাকায়  ট্রেন পথ থাকে তাহলে যেমন পরিবহন খরচ কমবে তেমনি যাতায়াত-ও সহজ হবে। তাছাড়া এই এলাকার সমস্ত আনাজ পাতি বিখ্যাত। তাই রেলপথ  চালু হলে এখানকার আনাজপাতি অন্য রাজ্য কিংবা জেলাতেও সহজেই নিয়ে যাওয়া যাবে।

train 2

এলাকায় রেলপথ তৈরির জন্য এগিয়ে এসেছেন এলাকার মানুষজনও। তা জমিজট কাটিয়ে দ্রুত রেলপথ তৈরির জন্য স্বেচ্ছায় জমি ছাড়তেও রাজি আছেন অনেক চাষী। তবে তবে তার জন্য চাষীরা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। রেল সূত্রে খবর মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ১৪.৩০ কিলোমিটার রেলপথ তৈরির জন্য সমীক্ষা এবং মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। যা চূড়ান্ত সমীক্ষা এবং মাটি পরীক্ষার কাজ বলে জানানো হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর