বাংলায় ছুটবে এবার বুলেট ট্রেন! চলবে হাওড়া থেকে এই রুটে, প্রকাশ্যে বড়সড় আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) পরিষেবা ভারতীয় পরিবহন মাধ্যমের মেরুদন্ড। ট্রেনে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। একদিকে ট্রেন যাত্রা সস্তার, অন্যদিকে সময় সঞ্চয়ী। প্রতিদিন আমাদের দেশে লোকাল ও দূরপাল্লার ট্রেন মিলিয়ে হাজার হাজার ট্রেন যাতায়াত করে। ব্রিটিশ আমলে ভারতীয় রেলের গোড়াপত্তন হলেও, স্বাধীনতার পরবর্তী যুগে রেল পরিষেবা আরো বিস্তার লাভ করেছে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ বিভিন্ন সুযোগ-সুবিধাও নিয়ে আসছে। আরও দ্রুত যাতায়াতের জন্য নিয়ে আসা হচ্ছে অত্যাধুনিক মানের দ্রুতগতির ট্রেন। ইতিমধ্যেই সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত যাত্রা শুরু করেছে বিভিন্ন রুটে। যাত্রীদের কাছ থেকে পেয়েছে আশাতীত সাড়া। রেল চিন্তা ভাবনা শুরু করেছে বন্দে ভারতের আদলে আরো বেশ কিছু ট্রেন নামানো হবে বিভিন্ন রুটে।

অপরদিকে রেল চাইছে ভারতবর্ষে বুলেট ট্রেন পরিষেবা শুরু করার। বুলেট ট্রেনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরীর কাজ চলছে। উচ্চগতির করিডোর তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায়।
রেল সূত্রের খবর, মুম্বাই-আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর তৈরির পাশাপাশি দেশের আরও সাতটি রুটে তৈরি করা হবে উচ্চগতির করিডোর।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা বলেছেন লোকসভায়।
যে সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা হচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। এছাড়াও বুলেট ট্রেনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে দিল্লি-বারানসী, দিল্লি-আমেদাবাদ, দিল্লি-অমৃতসর, মুম্বাই-নাগপুর, চেন্নাই-মাইসুরু এবং মুম্বাই-আমেদাবাদ রুটে।

bullet train

অন্যদিকে জানা যাচ্ছে হাই স্পিড করিডোর তৈরি করা হবে হাওড়া- বারাণসী পর্যন্ত। ১১ হাজার কোটি টাকার বিনিময়ে ইতিমধ্যেই রেল এই ব্যাপারে টেন্ডার তৈরি করেছে। এই টেন্ডার অনুযায়ী দেশে চব্বিশটি বুলেট ট্রেন (Bullet Train) নামানো হবে। দশটি কোচ সম্বলিত এই বুলেট ট্রেনগুলি ৬৯০ জন যাত্রী পরিবহন করতে সক্ষম হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X