বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুরক্ষার জন্য এবার দুষ্কৃতিদের সনাক্ত করতে বড়সড় ব্যবস্থা গ্রহণ করল রেল (Indian Railways) কর্তৃপক্ষ। পূর্ব রেলের (Eastern Railway) আসানসোল ডিভিশনে বসানো হচ্ছে ফেসিয়াল রেকগনিশন সিসি ক্যামেরা (Facial Recognition Camera)। এই অত্যাধুনিক ফেসিয়াল রেকগনিশন ক্যামেরায় আপলোড করা থাকবে দুষ্কৃতিদের ছবি।
চোর ধরতে রেলের (Indian Railways) বিশেষ উদ্যোগ
তাই যাত্রী নিরাপত্তা আরো মজবুত হতে চলেছে। নির্ভয়া প্রকল্পের আওতায় ৫৩ টি স্টেশনের ৭৩০ টি সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করেছে রেল (Indian Railways)। এবার খুব সহজে দুষ্কৃতীদের সনাক্ত করা যাবে। আসানসোল (Asansol) ডিভিশনের কোন স্টেশনে দুষ্কৃতীদের আনাগোনা থাকলে তা ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে দ্রুত ধরা পড়বে আরপিএফ এর কন্ট্রোল রুমের মনিটরে।
আরোও পড়ুন : ধোপে টিকল না পুলিশের যুক্তি! মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা সেই ব্যক্তিকে জামিন হাইকোর্টের
বাজবে বিশেষ এলার্ম। তাতেই দুষ্কৃতিকার গ্রেফতার করা খুবই সহজ হয়ে উঠবে আরপিএফদের পক্ষে। এই ক্যামেরার সঙ্গে বিশেষ সফটওয়্যার যুক্ত করা থাকবে। শুধুমাত্র আসানসোল নয়, ওই সফটওয়্যারে আপলোড করে থাকবে হাওড়া ডিভিশন এবং রাজ্য পুলিশের হেফাজতে টাকা প্রায় সাড়ে চারশ দুষ্কৃতীদের ছবি।
আরোও পড়ুন : আটকে রয়েছে ডিভোর্স! শুভশ্রীর সামনেই এই নায়িকাকে ‘আই লাভ ইউ’ বলে চুমু দিলেন রাজ!
আসানসোল ডিভিশনের সব মিলিয়ে ৫৩ টি স্টেশনের মধ্যে সবচেয়ে বড় মাপের স্টেশন হলো চিত্তরঞ্জন, পানাগর, রানীগঞ্জ, মধুপুর আর জসিডি, একথা জানান ডিভিশনের আরপিএফ-এর সিনিয়র সিকিউরিটি কমিশনার রাহুল রাজ। জসিডি, দেওঘর, বৈদ্যনাথধাম, বাসুকীনাথ স্টেশনে শ্রাবণ মাসে ১০ লাখেরও বেশি পুণ্যার্থী জমায়েত হবে না।
তীর্থযাত্রীদের যাতে কোন রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য সিসিটিভি ক্যামেরার বসানোর উদ্যোগ। আসানসোল ও দুর্গাপুর স্টেশন বিশেষভাবে সিসিটিভির আওতায় থাকবে। ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। দুষ্কৃতীরা মূলত অবরোধ করার পর রেলস্টেশন এবং ট্রেনের মাধ্যমে পালানোর জন্য বেছে নেয়।
তাই চিত্তরঞ্জন রেল শহরে বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে। তা কমানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে রেল (Indian Railways)। নির্ভর প্রকল্পের আওতায় ৩৮ টি ফেসিয়াল রিকগনিশন সিসি ক্যামেরা বসানো হবে চিত্তরঞ্জন রেলস্টেশনে (Chittaranjan Railway Station)।