১,২ টি নয়; দেশজুড়ে ছুটবে ৪০০ বন্দে ভারত! নয়া প্ল্যানিং কষছে রেল, রেডি হতে আর কদিন লাগবে?

বাংলাহান্ট ডেস্ক : পরিবহনের ক্ষেত্রে নতুন বিপ্লব আনতে প্রস্তুত ভারতীয় রেলওয়ে। আগের এক্সপ্রেসগুলির তুলনায় আরো সমৃদ্ধ এবং শক্তিশালী বন্দে ভারত (Vande Bharat Express) নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি একথা বলাই বাহুল্য, দেশীয় নিরাপত্তা প্রযুক্তি ‘কবচ’ পদ্ধতির বাস্তবায়নের ফলে রেলপথে ভ্রমণ এখন আরও নিরাপদ ও উন্নত।

বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে নয়া প্ল্যান

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক অবশ্য জানিয়ে দিয়েছে যে,  প্রধানমন্ত্রীর স্বনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নের ফলেই এই উন্নতি সম্ভব হয়েছে। অর্থমন্ত্রকের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। এই পোস্ট অনুসারে সারা দেশে ৬৮ টি বন্দে ভারত (Vande Bharat Express) ছুটছে পূর্ণ গতিতে। এবার আগের তুলনায় আরোও শক্তিশালী এবং দক্ষ বন্দে ভারত ট্রেন দেশে উৎপাদনের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় রেলওয়ে।

Indian Railways planning vande Bharat Express

আগামী তিন বছরে ৪০০ টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই ট্রেনগুলো যে শুধুমাত্র শক্তি সাশ্রয় করবে তা নয়, যাত্রীদের আরো আরামদায়ক অভিজ্ঞতাও প্রদান করবে। বর্তমানে ১৫টি জোনে ৬৮টি বন্দে ভারত এক্সপ্রেস ছুটে চলেছে। এককথায় বলা যায়, ১৩৬টি ট্রেনের কাজ করছে বন্দে ভারত ট্রেনগুলি।

আরোও পড়ুন : কনফার্ম খবর! আগামী সপ্তাহেই বড় উপহার রেলের, কপাল খুলবে যাত্রীদের

ভারতীয় রেল ব্যবস্থাকে আরও নিরাপত্তার শিখরে নিয়ে যাওয়ার জন্য দেশীয় পদ্ধতিতে কবচ প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে। এই অত্যাধুনিক সিস্টেম দুর্ঘটনা প্রতিরোধে এবং ট্রেন যাত্রাকে আরো কার্যকর করে তুলতে সহায়তা করবে। ১,৫৪৮ কিলোমিটার রুটে বাস্তবায়ন করা হয়েছে এই প্রযুক্তির। দিল্লি-মুম্বাই এবং দিল্লি-হাওড়ার মতো রেলের উচ্চ-অগ্রাধিকারমূলক রুটে ৩,০০০ কিলোমিটারের জন্য কবচ প্রযুক্তির পরিকল্পনা চলছে।

Indian Railways planning vande Bharat Express

প্রায় ১৫,০০০ কিলোমিটার ট্র্যাকে বর্ম স্থাপনের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে রেলের তরফে। এছাড়া ১০ হাজার লোকোমোটিভে এই প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই প্রকল্পগুলির উদ্দেশ্য শুধু রেলওয়ে ব্যবস্থার আধুনিকীকরণ নয়, তার পাশাপাশি ভারতকে (India) স্বনির্ভর এবং উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার অন্যতম পদক্ষেপ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর