দুই সহকর্মীর ভুল বোঝাবুঝিতে মর্মান্তিক মৃত্যু! বিহারের স্টেশনে কী ঘটেছিল শনিবার? জানলে শিউরে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনের ইঞ্জিন এবং বগির মাঝে পিষে মর্মান্তিক মৃত্যু রেলকর্মীর (Indian Railways)। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় পরপর রেল দুর্ঘটনার খবরে শান্তি উড়েছে মানুষের। তার মাঝেই শনিবার বিহারের বারাউনি স্টেশনে এই দুর্ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ট্রেনের ইঞ্জিন এবং বগির মাঝের কাপলিং খুলতে গিয়েই মৃত্যু হয় ওই রেলকর্মীর (Indian Railways)। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।

ইঞ্জিন আর বগির মাঝে পড়ে মৃত্যু রেলকর্মীর (Indian Railways)

এই ঘটনা বিহারের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনের। মৃত রেলকর্মীর (Indian Railways) নাম অমর কুমার। বছর ২৫ এর অমর ছিলেন রেলের (Indian Railways)। পয়েন্টসম্যান। প্রতিদিনের মতো শনিবার সকালেও ইঞ্জিন এবং বগির মাঝের কাপলিং খুলতে গিয়েছিলেন তিনি। যেমনটা জানা যাচ্ছে, এদিন সকাল ৮ টা ১০ মিনিটে বারাউনি স্টেশনে ঢোকে লখনউ-বারাউনি এক্সপ্রেস। তারপর স্টেশন মাস্টারের নির্দেশ মতো কাপলিং খুলতে ইঞ্জিন এবং বগির মাঝের ফাঁকা অংশে প্রবেশ করেছিলেন অমর। আচমকাই ইঞ্জিনটি তাঁর দিকে পিছিয়ে আসে। ফলত মাঝে চাপা পড়ে মৃত্যু হয় অমরের। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

আরো পড়ুন : চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় যাবেন? খেতে ভুলবেন না জলভরা-প্রাণহরা, দোকানের হদিশ রইল এখানে

কী বলছে তদন্ত রিপোর্ট: প্রাথমিক ভাবে রেলের (Indian Railways)। পাঁচ আধিকারের অভ্যন্তরীণ তদন্তের যুগ্ম রিপোর্ট বলছে, এই দুর্ঘটনার কারণ স্টেশনের দ্বিতীয় পয়েন্টসম্যান এবং লোকো পাইলটের মধ্যে বোঝাপড়ার অভাব। স্টেশন মাস্টার এই কাজের নির্দেশ দিয়েছিলেন অমর এবং দ্বিতীয় পয়েন্টসম্যান মহম্মদ সুলেমনকে। প্রাথমিক ভাবে তাঁকেই এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে তদন্তে। যদিও সুলেমন দোষ চাপিয়েছেন লোকো পাইলটের উপরে। তাঁর দাবি, তাঁর ইঙ্গিত ছাড়া কোনো রকম আভাস না দিয়েই ইঞ্জিন পিছিয়ে দেয় লোকো পাইলট।

আরো পড়ুন : পরপর দুই মেয়ের জন্ম, সয়েছেন পরিবারের কটুক্তি, ছোট থেকেই লড়াই করে সফল হয়েছেন বাবা হারা ত্বরিতা

কে দায়ী দুর্ঘটনার জন্য: লিখিত বিবৃতি দিয়ে সুলেমন জানিয়েছেন, তিনি এবং অমর পাওয়ার কারণে থেকে ইঞ্জিন আলাদা করেছিলেন। তারপরেই কাপলিং খুলতে গিয়েছিলেন অমর। তাঁর কাজ শেষ হলে হাত দেখিয়ে চালককে ইশারা করার কথা ছিল সুলেমনের। কিন্তু তাঁর দাবি, চালক তাঁর ইশারা ছাড়াই পিছিয়ে দেন ইঞ্জিন।

 Indian Railways pointsman death in Bihar.

উল্লেখ্য, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। মৃত রেলকর্মীর (Indian Railways)। দেহ ময়না তদন্তেও পাঠানো হয়েছে। রেল সূত্রে খবর, এই ঘটনায় আরো উচ্চ পর্যায়ের তদন্তের পরেই শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর