বাংলা হান্ট ডেস্ক : রেলযাত্রীদের জন্য সুখবর। প্রখর গ্রীষ্মে যাত্রীদের সুবিধার্থে নূন্যতম মূল্যে যাত্রীদের খাবার দেবে ভারতীয় রেল (Indian Railways)। কেবল খাবারই নয়, সেই সাথে অল্প দামে প্যাকেটজাত পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। খবর মিলছে, উত্তর পূর্ব রেল তাদের নিজেদের অধিক্ষেত্রের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনে এবং দূরপাল্লার ট্রেনগুলিতে এই খাবার এবং পানীয় জল সরবরাহ করবে।
উল্লেখ্য যে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে থাকা ৮টি স্টেশনে রয়েছে এই আহারের কাউন্টার। তবে এবার থেকে গুয়াহাটি, কামাখ্যা, রঙিয়া, নিউ কোচবিহার, কাটিহার, নিউ তিনসুকিয়া, নাহরলগুন এবং নিউ আলিপুরদুয়ারের ৯টি স্থান-সহ সামার স্পেশ্যাল ট্রেনগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। এর ফলে এই গ্রীষ্মে খাবার ও পানীয় জলের জন্য হন্যে হয়ে ঘুরতে হবেনা যাত্রীদের।
আরও পড়ুন : চরম তাপপ্রবাহের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের ১১ জেলায় জারি রেড অ্যালার্ট! ফের বৃষ্টি কবে? আবহাওয়ার খবর
সূত্রের খবর, জেনারেল ক্লাস ও স্লিপার ক্লাসের কোচের সামনেই পানীয় জলের বোতল সাজানো থাকবে। যাত্রীরা তাদের প্রয়োজনমত জলের বোতল নিয়ে নিতে পারবেন এখান থেকে। সেই সাথে দূরপাল্লার ট্রেনের কোচের মধ্যেই থাকবে এই পরিষেবা। জানা যাচ্ছে, এই পরিষেবায় ২০ টাকা মূল্যে খাবার এবং ২০০ এমএল জলের গ্লাস-সহ স্ন্যাকস মিলবে ৫০ টাকায়।
আরও পড়ুন : সেমিফাইনালে হারলেও রয়েছে সুযোগ, এই একটা অঙ্কেই ISL ফাইনালে খেলতে পারবে মোহনবাগান
তবে এই প্রথম নয়, গত বছরেও এই একই পরিষেবা চালু করেছিল ভারতীয় রেল। সাড়াও মিলেছিল ভালোই। আর তাই এবারও সেই একই পরিষেবা নিয়ে আসা হল। সূত্রের খবর, এই মুহূর্তে গোটা ভারতে প্রায় ১০০টিরও বেশি স্টেশনে প্রায় ১৫০টি কাউন্টার চালু রয়েছে। ভবিষ্যতে কাউন্টার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। এতে করে লাভবান হবেন দেশের কোটি কোটি মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য এই অফার হাতে চাঁদ পাওয়ার মত।