৩০০০ জন TC নিয়োগ করতে চলেছে রেল! উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় আমাদের চোখে পড়ে টিকিট কালেক্টর বা TC। টিকিট কালেক্টরদের নিয়োগ করা হয় NTPC বা Non Technical Popular Category পরীক্ষার মাধ্যমে। ট্রেনে করে ভ্রমণের সময় আমরা অনেকেই টিকিট কালেক্টর দেখেছি। তবে ভারতীয় রেলে (Indian Railways) কীভাবে একজন টিকিট কালেক্টর হবেন সেই বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আবেদন পদ্ধতির পাশাপাশি আরো প্রয়োজনীয় তথ্য সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদের নাম: ট্রেনস ক্লার্ক, CCTC ও সিনিয়র CCTC। এই TC বা টিকিট কালেক্টরের সম্পূর্ণ অর্থ হল ট্রেনস ক্লার্ক। ভারতীয় রেলের অন্যতম সম্মানীয় পদ এটি। যারা রেলের পরীক্ষা দিতে চান তারা আবেদন করতে পারেন TC পদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। সিনিয়র CCTC পদের জন্য আবেদন করতে চাইলে স্নাতকোত্তীর্ণ হতে হবে।

আরোও পড়ুন : উচ্চশিক্ষার জন্য ভীষণ প্রয়োজন ‘ABC আইডি’! কিন্তু কীভাবে বানাবেন ? সমস্যা এড়াতে দেখে রাখুন নিয়ম

মোট শূন্যপদের সংখ্যা : একাধিক সূত্র দাবি করেছে ভারতীয় রেল এই পদে প্রায় তিন হাজার জনকে নিয়োগ করতে চলেছে।

বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীর আবেদন জানাতে পারবেন ট্রেনস ক্লার্ক ও CCTC পদে। সিনিয়র সিটিসি পদে আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর। অসংরক্ষিত ও EWS চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।

আরোও পড়ুন : হাতে দশ দিন সময়, তারপরই আর হবে না আধার আপডেট! জানুন কি বলছে UIDAI

মাসিক বেতন: নির্বাচিত প্রার্থীদের সপ্তম পে কমিশন অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকার মধ্যে বেতন প্রদান করা হবে।

tte vs tc 74 (1)

 

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্টের দুটি ধাপের মাধ্যমে। ট্রেনস ক্লার্ক পদে যারা আবেদন করবেন তাদের দুটি কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর টাইপিং টেস্ট দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়: ভারতীয় রেলের RRB-র পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X