বাংলাহান্ট ডেস্ক : শহর থেকে শহরতলী, মফস্বল ছাড়িয়ে গ্রাম, ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ। ক্রমেই দেশের গণপরিবহন ব্যবস্থার লাইফ লাইনে পরিণত হয়েছে রেল ব্যবস্থা। যাত্রী পরিবহন ছাড়াও, মাল বা পণ্য পরিবহন করেও মোটা টাকা উপার্জন করে ভারতীয় রেল। প্রতিদিন ভারতীয় রেলের গড় আয়ের অঙ্কটা শুনলে চমকে উঠতে পারেন আপনিও।
ভারতীয় রেলের (Indian Railways) প্রতিদিনের আয়
ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে রেলের অবদান অনস্বীকার্য। ভারতীয় রেলের (Indian Railways) হাত ধরে বিপুল পরিমাণ রাজস্ব আসে সরকারের কোষাগারে। একাধিক রিপোর্ট মারফত জানা যায়, ভারতীয় রেল প্রতিদিন গড়ে ৪০০ কোটি টাকা আয় (Income) করে থাকে। এই বিপুল পরিমাণ আয়ের নেপথ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় রেলের পণ্যবাহী ট্রেনগুলি।
আরও পড়ুন : ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার! সাহায্যের হাত বাড়িয়ে “অপারেশন ব্রহ্মা” শুরু করল ভারত
সূত্র মারফত জানা যায়, প্রতিমাসে ভারতীয় রেলের আয় প্রায় ১২ হাজার কোটি টাকা। ভারতীয় রেলের আওতাধীন হাজার হাজার মালবাহী ট্রেন লক্ষ লক্ষ টন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে রোজগার করে মোটা অঙ্কের টাকা। পণ্যবাহী ট্রেনের পাশাপাশি, যাত্রীবাহী ট্রেনগুলি থেকেও মোটা টাকা রাজস্ব আয় হয় ভারতীয় রেলের। অন্যদিকে, স্ক্র্যাপ এবং রেলওয়ে কর্তৃক জারি করা টেন্ডার থেকেও ভারতীয় রেল প্রতিমাসের রোজগার করে থাকে বিপুল পরিমাণ রাজস্ব।
আরও পড়ুন : মন খারাপ? ভুগছেন অবসাদে? চিন্তা নেই, পাশে আছে কলকাতা পুলিশ! ডায়াল করুন এই হেল্পলাইন নম্বরে
দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railways) গুরুত্ব অপরিসীম। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ ভারতীয় জীবন-জীবিকার জন্য নির্ভরশীল রেলের উপর। ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টিকিট চেকার, স্টেশন মাস্টার ছাড়াও, রেল-সম্পর্কিত ক্ষেত্রের সাথে জড়িত ব্যক্তিরা, প্ল্যাটফর্ম এবং ট্রেনে পণ্য বিক্রিকারী ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে উঠেছে ভারতীয় রেল।
একাধিক সূত্র মারফত জানা যায়, লোকাল-দূরপাল্লা মিলিয়ে প্রতিদিন প্রায় ১৩ হাজারের কাছাকাছি ট্রেন চালিয়ে থাকে ভারতীয় রেল। প্রতিদিন প্রায় ২ কোটি মানুষ ব্যবহার করে থাকেন রেলস্টেশন ও তৎসংলগ্ন পরিষেবা। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, আয়ের নিরিখে গোটা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে নিউ দিল্লি স্টেশন। ভারতের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ দিল্লি স্টেশন থেকে ভারতীয় রেলওয়ে প্রতিদিন আয় কম করে প্রায় ১০ কোটি টাকা।