কল্পনাও করতে পারবেন না! দৈনিক কত টাকা আয় করে ভারতীয় রেল? জানলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : ভারতের লাইফ লাইন বলা হয় ভারতীয় রেলকে (Indian Railways)। ভারতের রেল নেটওয়ার্ক হল সারা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিবছর কোটি কোটি মানুষ ভারতীয় রেলে (Indian Railways) ভ্রমণ করে থাকেন। তাই যাত্রীদের সুবিধার কথা চিন্তা-ভাবনা করেই সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থাই গ্রহণ করে থাকে ভারতীয় রেল।

ভারতীয় রেলের (Indian Railways) দৈনিক উপার্জন

কিন্তু কখনো ভেবেছেন কি, এই যে প্রতিদিন এত মানুষ ট্রেনে (Train) যাতায়াত করে, তার ফলে রোজ ঠিক কত টাকা আয় (Income) করে ভারতীয় রেল? এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করা যাক। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

আরোও পড়ুন : দেশবাসীর জন্য নতুন আপডেট! এবার ৫০ টাকার নোট নিয়ে বড় বিবৃতি RBI-র!

সেই কারণেই রেল ভ্রমণের প্রতি আরো বেশি সংখ্যক যাত্রী আকৃষ্ট হচ্ছে। প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করার জন্য কিংবা পর্যটনের জন্য বর্তমানে সবার প্রথম পছন্দের তালিকায় হয়েছে ট্রেন। দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিন প্রায় ১৩ হাজার ট্রেন পরিচালনা করে ভারতীয় রেল। উৎসবের সময় সেই সংখ্যাটা আরো বেড়ে যায়।

আরোও পড়ুন : সংখ্যালঘু-মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৫৬০২ কোটি! রাজ্য বাজেট নিয়ে তরজা সুকান্ত-অভিষেকের

প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে ভ্রমণ করেন। রেল বিভাগের তথ্য বলছে, প্রতি বছর ৩ কোটিরও বেশি মানুষ ট্রেনে ভ্রমণ করেন। সকল যাত্রীদের থেকে রেল বিভাগ টিকিটের চার্জ আদায় করে। টিকিট ছাড়া কোনও যাত্রী ভ্রমণ করতে পারবেন না। এটা রেলওয়ের একটি কঠোর নিয়ম। নিয়ম অমান্য করলে হতে পারে কারাদণ্ডও।

Indian Railways regular income updateজানা গিয়েছে যে, টিকিট থেকে রেল বিভাগের প্রতিদিন আয় হয় ৬০০ কোটি টাকা। ২০২১-২২ সালে এই হিসেবটা ছিল ৪০০ কোটি টাকা। তবে একটা কথা মনে রাখতে হবে, এই পুরো টাকাটা কিন্তু শুধু যাত্রীদের কাটা টিকিট থেকে আসে না। এর মধ্যে যাত্রীদের কাটা টিকিটের থেকে আসে মাত্র ২০.০২%। বাকি মালবাহী পণ্য থেকে ৭৫.০২% আসে। ৪.৬% আয় বিভিন্ন উৎস থেকে উপার্জন করে থাকে রেল কর্তৃপক্ষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর