বাজিমাত রেলের! হল বিপুল লক্ষ্মীলাভ, চমকে দেবে পরিসংখ্যান

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে ক্রমাগত যাত্রীবাহী ট্রেনের পরিষেবা উন্নয়নে জোর দেওয়া হলেও, রেলের (Indian Railways) আয়ের একটা বড় অংশ আসছে পণ্য পরিবহণ থেকে। মধ্য রেল পণ্য পরিবহণ থেকে জানুয়ারি মাসে রেকর্ড সংখ্যক আয় করেছে।

ভারতীয় রেলের (Indian Railways) বড় খবর

তথ্য অনুযায়ী, সেন্ট্রাল রেলওয়ে জানুয়ারি মাস পর্যন্ত পরিবহণ করেছে রেকর্ড ৬৭.১১ মিলিয়ন টন পণ্য। এই সময়কালের মধ্যে নাগপুর বিভাগ পরিবহণ করেছে ৩৬.৮৫ মিলিয়ন টন পণ্য। পাশাপাশি, মুম্বাই বিভাগ থেকে পরিবহণ হয়েছে ১৯.০৪ মিলিয়ন টন পণ্য।গত বছরের তুলনায় মধ্য রেলওয়েতে বিভিন্ন পণ্য পরিবহণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য ভাবে। 

আরোও পড়ুন : ‘রাজ্যের উচিত হয়নি…’ সুপ্রিম কোর্টে তাঁদের আর্জি খারিজ হওয়ার পর, বিস্ফোরক তিলোত্তমার বাবা

২০২৪ সালের জানুয়ারি মাসে ৫০ রেক চিনি পরিবহণ করা হলেও, ২০২৫ সালের জানুয়ারি মাসে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬২ টি রেকে। গত বছরের কন্টেইনার লোডিং ৭৩২ টি রেক থেকে বেড়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে হয়েছে ৮৪৭ টি, শতাংশের বিচারে যা গত বছরের তুলনায় ১৫.৭ শতাংশ বেশি।

আরোও পড়ুন: স্বদেশে লাঞ্ছিত “বঙ্গবন্ধু”, অথচ ৭৭ বছর ধরে মুজিবের স্মৃতি আগলে রেখেছে কলকাতা

২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ১৯৯ টি রেক পেট্রোলিয়াম পণ্য লোড করা হয়। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসে পেট্রোলিয়াম পণ্য পরিবহণ ২১৯ টি রেকে পৌঁছেছে। রেলের (Indian Railways) উন্নত পরিষেবা, সময়ানুবর্তিতা এবং বিভিন্ন পণ্যের ক্রমবর্ধমান চাহিদা অনুঘটকের কাজ করেছে রেলের মালবাহী গাড়ি পরিবহণের চাহিদা বৃদ্ধিতে।

Indian Railways revenue achieved in January

শুধুমাত্র রেলের উন্নতি সাধনাই নয়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে রেলের এই সাফল্য। মাল পরিবহণ থেকে ভবিষ্যতে আরো আয় বৃদ্ধির পথে দৃষ্টি দিতে চাইছে ভারতীয় রেল (Indian Railways)। সেই লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে রেলওয়ের। ভবিষ্যতে মাল পরিবহণ খাতে আয় বৃদ্ধি করতে ভারতীয় রেলওয়ে একাধিক পদক্ষেপ নেবে বলে আশা বিশেষজ্ঞদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর